নিউজরাজ্য

মামলাকারী টেট পরীক্ষার্থীদের জন্য নয়া নির্দেশ হাইকোর্টের

সমস্ত নথি যাচাইয়ের জন্য তারা আগামী ৮ জানুয়ারি পর্যন্ত সুযোগ পাবেন।

Advertisement
Advertisement

প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা এবারে ৮ জানুয়ারির মধ্যে নথি যাচাই করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ডিসেম্বর মাসে বিজ্ঞপ্তি জারি করে শুরুতেই হোঁচট খায়। বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল ১৬ হাজার শূন্য পদের জন্য। কিন্তু বিজ্ঞপ্তি জারির পরদিনেই হাইকোর্টের কাছে মামলা দায়ের করা হয় প্রাথমিক বোর্ডের বিরুদ্ধে। বেশ কয়েকজন চাকরিপ্রার্থী এই মামলা করেছিলেন।

Advertisement
Advertisement

চাকরিপ্রার্থীদের বক্তব্য ছিল,” ২০১৪ সালে টেট পরীক্ষায় প্রশ্ন ভূল এসেছিল। সর্বমোট ৬টি প্রশ্ন ভুল আসে। ওই বছরের উত্তীর্ণ পরীক্ষার্থীদের থেকে শূন্য পদে নিয়োগ শুরু হয়েছিল।কিন্তু প্রশ্ন ভূল আসার কারণে অনেকে পাস করতে পারেননি। এই পরিস্থিতিতে কীভাবে সেই ভুল সংশোধন না করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে?”

Advertisement

এই মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট জানিয়েছে,” ২০১৪ সালে টেট পরীক্ষায় প্রশ্নের ভুল আসার কারণে যে সমস্ত চাকরিপ্রার্থী মামলা করেছেন এবং পরবর্তীকালে যাদেরকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে তারা প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত নথি যাচাই করতে পারবেন আগামী ৮ তারিখ পর্যন্ত। অনলাইনে অসুবিধা হলে ওই চাকরিপ্রার্থী সরাসরি গিয়ে নথি জমা করতে পারেন।”

Advertisement
Advertisement

জানিয়ে রাখি, প্রাথমিকে ১৬,৫০০ শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি জারি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। ইন্টারভিউয়ের মাধ্যমে ১৬,৫০০ জনকে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছিল। ইন্টারভিউ চলার কথা ১০ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত। যত তাড়াতাড়ি সম্ভব এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় রাজ্য সরকার। পাশাপাশি, ৩১ জানুয়ারি তারিখে অফলাইনে তৃতীয় টেট পরীক্ষার ঘোষণা করা হয়েছে।

Advertisement

Related Articles

Back to top button