Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বন্দুক হাতে নেতার দাদাগিরি, প্রথম দফার ভোটে উত্তপ্ত ঝাড়খণ্ড

ঝাড়খণ্ড : মাও অধ্যুষিত ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ভোটগ্রহণ হলো শনিবার। ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো একদা মাওবাদীদের মুক্তাঞ্চল হয়ে ওঠা ঝাড়খণ্ড। কোথাও বুথে ঢুকতে বাধা পেয়ে বিরোধী…

Avatar

ঝাড়খণ্ড : মাও অধ্যুষিত ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ভোটগ্রহণ হলো শনিবার। ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো একদা মাওবাদীদের মুক্তাঞ্চল হয়ে ওঠা ঝাড়খণ্ড। কোথাও বুথে ঢুকতে বাধা পেয়ে বিরোধী নেতার দাদাগিরি তো কোথাও মাওবাদী হামলা। সারাদিন এভাবেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় ভোটগ্রহণকে কেন্দ্র করে।পালামৌ জেলার কোশিয়ারা গ্রামে বুথে ঢুকতে বাধা পেয়ে বিজেপি সমর্থকদের সাথে গন্ডগোলে জড়িয়ে পড়েন কংগ্রেস প্রার্থী। সেখানেই বন্দুক হাতে দাদাগিরি দেখাতে যায় কংগ্রেস নেতাকে। অন্যদিকে ভোটগ্রহন চলাকালীন গুমলার বিষ্ণুপুরে বোমা মেরে একটি ব্রিজ উড়িয়ে দেয় মাওবাদীরা। গন্ডগোলের মধ্যেও প্রায় ৬২.৮৭ শতাংশ ভোট পড়েছে প্রথম দফার নির্বাচনে।ঝাড়খণ্ডের নকশাল অধ্যুষিত ১৩ টি বিধানসভা কেন্দ্রে এদিন ভোটগ্রহণ হয়। যার মধ্যে উল্লেখযোগ্য কেন্দ্রগুলো হলো লাতেহার, পাঙ্কি, লোহারডাগা, গুমলা, মানিকা, চাত্রা এবং ডালটনগঞ্জ। এর মধ্যে বিজেপি সরাসরি লড়ছে ১২ টি আসনে, ১ টি কেন্দ্রে রয়েছে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী। অন্যদিকে বিরোধী জোটের কংগ্রেস ৬, জেএমএম ৪ ও আরজেডি ৩ টি আসনে প্রার্থী দিয়েছে।
About Author