Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চিৎপুরে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৮টি ইঞ্জিন

কলকাতা: সপ্তাহের শুরুতে একের পর এক বিপর্যয়ের সাক্ষী থাকছে গোটা দেশ। একদিকে যখন বিরাট বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে বাণিজ্যনগরী মুম্বই, তখন খাস কলকাতায় চিৎপুরের এক প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন লেগে…

Avatar

কলকাতা: সপ্তাহের শুরুতে একের পর এক বিপর্যয়ের সাক্ষী থাকছে গোটা দেশ। একদিকে যখন বিরাট বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে বাণিজ্যনগরী মুম্বই, তখন খাস কলকাতায় চিৎপুরের এক প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন লেগে যায়। আজ, সোমবার দুপুর একটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা হঠাৎই দেখতে পান এই প্লাস্টিকের কারখানা থেকে গলগল করে কালো ধোঁয়া এবং আগুনের লেলিহান শিখা বের হচ্ছে। তড়িঘড়ি দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৮টি ইঞ্জিন। যদিও এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে খবর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

চিৎপুরের নয়াপট্টি এলাকার এক প্লাস্টিকের কারখানায় এই বিধ্বংসী আগুন লাগার ঘটনাটি ঘটেছে। গোটা ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তবুও এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

এলাকা ঘিঞ্জি হওয়ার কারণে মুহূর্তের মধ্যে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকলকর্মীরা। যদিও এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে এই ভয়াবহ আগুন লাগলো, সেটা এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। সমস্ত ঘটনা খতিয়ে দেখছে দমকলবাহিনী এবং চিৎপুর থানার পুলিশ।

About Author