বিগত বেশ কয়েকদিন ধরে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বিবাহবিচ্ছেদের খবরটি সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয়। বেশ কিছুদিন ধরে বিভিন্ন মাধ্যমে দাবী করা হচ্ছে যে, সানিয়া মির্জা ও তার স্বামী পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিকের মধ্যে সবকিছু ঠিকঠাক নেই। শোয়েব মালিক নাকি পরোকিয়ায় লিপ্ত হয়েছেন। পাকিস্তানের একটি টিভি শো-তে গিয়ে নাকি এমন কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিলেন শোয়েব মালিক। যে কারণে এই দুই তারকার মধ্যে ছাড়াছাড়ি হওয়ার জল্পনা চলছে বেশ কয়েকদিন ধরে। এমনকি পাকিস্তানের গণমাধ্যমে বলা হয়েছে, দুজনের বিচ্ছেদ হয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowস্যোশাল মিডিয়ায় দাবি করা হলেও এখনও পর্যন্ত শোয়েব ও সানিয়ার পক্ষ থেকে এই প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কোনোকিছু ঘোষণা আসেনি। দুই তারকার খবর নিয়ে সর্বশেষ যে আপডেটটি এসেছে তা হ’ল ভারতীয় টেনিস তারকা দুবাইয়ের বাড়ি ছেড়েছেন। আপনাদের জানিয়ে রাখি, বিগত বেশ কয়েক বছর ধরে দুবাইয়ের একটি ভিলায় একসঙ্গে থাকতেন সানিয়া ও শোয়েব। কিন্তু সম্প্রতি সানিয়া মির্জা সেই বাড়ি ছেড়ে নিজে আলাদা বাড়ি নিয়েছেন।
আপনাদের জানিয়ে রাখি, সানিয়া এবং শোয়েব ১২ই এপ্রিল ২০১০ সালে হায়দরাবাদে বিয়ে করেছিলেন। ২০১৮ সালে একটি পুত্র সন্তান জন্ম দেন এই দম্পতি। তবে স্বামীর অপকর্মের ফলে বিয়ের ১২ বছর পর সানিয়ার বিবাহ বিচ্ছেদের খবর আজ সংবাদ শিরোনামে। তবে এতে কতটা সত্যতা রয়েছে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। কিংবা এর পেছনের প্রকৃত কারণ এখনো প্রকাশ করা হয়নি। সানিয়া সম্প্রতি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তার ছেলের সাথে একটি ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন, যে মুহুর্তগুলিতে আমি সবচেয়ে কঠিন দিনগুলির মধ্য দিয়ে যাচ্ছি। যদিও ইজহানের জন্মদিন উদযাপন করেছিলেন এই দম্পতি। সানিয়ার এমন ক্যাপশন বর্তমানে একাধিক প্রশ্নের সৃষ্টি করেছে।