Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গরীব দুস্থ পরিবারের হাতে খাবার তুলে দিচ্ছেন টেনিস তারকা সানিয়া মির্জা

করোনা ভাইরাসে আক্রান্ত গোটা দেশ। এইসময় সব বিভেদ ভুলে একসাথে লড়ছে সবাই। সরকারের পাশাপাশি সাধারণ মানুষকে সাহায্য করতে এগিয়ে এসেছেন সেলিব্রেটিরাও। এবার সেই তালিকায় যুক্ত হলো টেনিস সুন্দরী সানিয়া মির্জার…

Avatar

করোনা ভাইরাসে আক্রান্ত গোটা দেশ। এইসময় সব বিভেদ ভুলে একসাথে লড়ছে সবাই। সরকারের পাশাপাশি সাধারণ মানুষকে সাহায্য করতে এগিয়ে এসেছেন সেলিব্রেটিরাও। এবার সেই তালিকায় যুক্ত হলো টেনিস সুন্দরী সানিয়া মির্জার নাম। একটি সংস্থার সাথে মিলে সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন তিনি। জনসাধারণকে সাহায্য করার জন্যে ১.২৫ কোটি টাকা তুলেছেন তিনি। হাজারের উপরে পরিবারের হাতে খাবার তুলে দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় তিনি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমরা একটা দল হিসেবে কাজ করছি। এখনো পর্যন্ত গত সপ্তাহে এক হাজারের বেশি পরিবারের হাতে খাবার তুলে দিয়েছি আমরা। আরও ১ কোটি ২৫ লক্ষ টাকা তুলতে পেরেছি, যা দিয়ে এখনো এক লক্ষ মানুষের সাহায্য আমরা করতে পারবো।’ গত এক সপ্তাহে অনেক নামিদামি তারকারাই এগিয়ে এসেছেন দেশের মানুষের সাহায্যার্থে। বলিউড থেকে শুরু করে ক্রীড়া জগতের তারকা, সকলেই কমবেশি সাহায্য করেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দেশে লকডাউন জারি হওয়ার পরই প্রধানমন্ত্রী দেশের নাগরিকদের পাশে থাকা আহ্বান জানিয়েছিলেন। সেই ডাকে সাড়া দিয়ে পিএম কেয়ার ফান্ডে অর্থ দিয়েছেন অক্ষয় কুমার, শাহরুখ খান থেকে শুরু করে বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা, পিভি সিন্ধু, সাইনা নেহওয়ালরা। এবার একটি সংস্থার সাথে মিলে নিজে থেকেই দেশের না খেতে পাওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন টেনিস সুন্দরী।

About Author