Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Old Note Sell: ১০ টাকার এই নোট গুপ্তধনের থেকে কম নয়, আপনাকে করে দিতে পারে লাখপতি

বর্তমানে বিশ্ববাজারে দুর্লভ নোটের কদর অনেক বেশি। অনেকে লাখ টাকায় পুরনো নোট ও কয়েন কিনে থাকেন। কিন্তু কীভাবে বিক্রি করবেন সে ব্যাপারে অনেকেই জানেন না। এ কারণে পুরনো নোট ও…

Avatar

বর্তমানে বিশ্ববাজারে দুর্লভ নোটের কদর অনেক বেশি। অনেকে লাখ টাকায় পুরনো নোট ও কয়েন কিনে থাকেন। কিন্তু কীভাবে বিক্রি করবেন সে ব্যাপারে অনেকেই জানেন না। এ কারণে পুরনো নোট ও কয়েন এভাবে ঘরের কোণেই পড়ে থাকে। আজকাল ১০ টাকার নোট বিশ্ববাজারে আলোড়ন তুলছে। আপনার আলমারিতে যদি এমন ১০ টাকার নোট থাকে তাহলে আর আয় করতে যেতে হবে না। আপনি ঘরে বসে সারা জীবন খেতে পারেন এবং আপনার বাচ্চাদের জন্য একটি ভাল সম্পত্তিও তৈরি করতে পারেন। আসুন জেনে নেওয়া যাক ১০ টাকার এই দুর্লভ নোট সম্পর্কে।

জেনে নেওয়া যাক ১০ টাকার এই দুর্লভ নোট সম্পর্কে

আজকে আমরা যে দশ টাকার নোটের কথা বলতে চলেছি তা খুবই দুর্লভ। সহজে পাওয়া যায় না। ১০ টাকার এই নোটের বিশেষত্ব হল, এতে ময়ূরের ছবি রয়েছে। এ ছাড়া নোটের গায়ে ৭৮৬ সংখ্যাটি লেখা থাকে যাকে সিরিজ নম্বর বলা হয়। এমন নোট থাকলে তা থেকে লক্ষ লক্ষ টাকা পেতে পারেন। আসুন জেনে নেওয়া যাক কীভাবে এই ধরনের নোট বিক্রি করবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Ten rupees old note sell

পোর্টালে বিক্রেতা হিসাবে নিজেকে নিবন্ধিত করতে হবে

আপনার কাছে যদি এমন কোনও দুর্লভ নোট বা কয়েন থাকে তাহলে ঘরে বসেই বিক্রি করতে পারেন। এ ধরনের নোট বিক্রি করতে হলে প্রথমে আপনাকে কুইকার, coinbazar.com বা ওএলএক্স এই তিনটি ওয়েবসাইটের যে কোনো একটিতে যেতে হবে। এখন আপনাকে এই পোর্টালে বিক্রেতা হিসাবে নিজেকে নিবন্ধিত করতে হবে। এর পর আপনার কাছে থাকা নোটের সামনের ও পেছনের দিকের ছবি তুলতে হবে। এবার সেই নোটের ছবি ওয়েবসাইট পোর্টালে আপলোড করতে হবে।

এখন যাদের এই নোট কেনার ইচ্ছা হবে তারা আপনার সাথে যোগাযোগ করে এই নোটটি কিনতে পারবেন। তবে কারও সঙ্গে লেনদেন করার আগে আপনার সামনের মানুষটিকে ভালোভাবে যাচাই করে নিন, তবেই যে কোনো চুক্তি করুন।

About Author