Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দশজন জনপ্রিয় বলিউড অভিনেত্রী যাদের নামের পাশে ‘মিস ইন্ডিয়া’র মুকুট রয়েছে

কৌশিক পোল্ল্যে: ভারতবর্ষ সুন্দরী মহিলাদের পীঠস্থান এমনটাই বলেন অনেকে।বলিউডে ইন্ডাস্ট্রিডেও এমন বহু অভিনেত্রী রয়েছেন যারা ভারতবর্ষ সহ বহু আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহন করে নিজেদের দক্ষতা প্রমান করেছেন। চলুন আজ এমনই…

Avatar

কৌশিক পোল্ল্যে: ভারতবর্ষ সুন্দরী মহিলাদের পীঠস্থান এমনটাই বলেন অনেকে।বলিউডে ইন্ডাস্ট্রিডেও এমন বহু অভিনেত্রী রয়েছেন যারা ভারতবর্ষ সহ বহু আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহন করে নিজেদের দক্ষতা প্রমান করেছেন। চলুন আজ এমনই দশজন অভিনেত্রীর ব্যাপারে জেনে নেওয়া যাক।

১) জুহি চাওলা: ১৯৮৪ সালে মিস ইন্ডিয়া জয়ের পর মিস ইউনিভার্সে ভারতকে রিপ্রেজেন্ট করেন এই বলি অভিনেত্রী, সঙ্গে জয় করেন মিস ন্যাশনাল কসটিউম উইনার এর টাইটেল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২) ঈশ্বর্য রাই: পৃথিবীর অন্যতম সুন্দরী মহিলা হিসেবে গন্য হন এই বলিউড ডিভা। শুধু সৌন্দর্যেই নয় নিজের দক্ষতা প্রমান করে ১৯৯৪ সালে ‘মিস ওয়ার্ল্ড’ এর খেতার জয় করেন ঈশ্বর্য।

৩) সুস্মিতা সেন: ফিলিপিন্সের ম্যানিলা শহরে আয়োজিত হওয়া ১৯৯৪ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতকে রিপ্রেসেন্ট করে ভারতবর্ষের প্রথম ‘মিস ইউনিভার্স’ হিসেবে আত্মপ্রকাশ করেন বঙ্গতনয়া এই বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন।

৪) প্রিয়াঙ্কা চোপড়া: বলিউড ছাড়িয়ে এই দেশি গার্লের জনপ্রিয়তা এখন হলিউডেও। প্রিয়াঙ্কা ২০০০ সালে মুম্বাইতে আয়োজিত হওয়া ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বিজয়ী হন।

৫) লারা দত্ত: ‘বিউটি উইথ ব্রেন’ এর আর্দশ উদাহরন লারা দত্ত। মিস ইন্ডিয়ার খেতার জয়ের পর ২০০০ সালেই মিস ইউনিভার্সে সুইমিং কস্টিউম রাউন্ডে সবচেয়ে বেশি পয়েন্ট (9.99) সংগ্রহ করে গর্বের সঙ্গে বিশ্বসুন্দরী হন। এই রেকর্ড আজও অক্ষুন্ন আছে।

৬) উর্বশী রাউত্তেলা: মিস ইন্ডিয়া সহ বহু সুন্দরী প্রতিযোগিতার টাইটেল হোল্ডার উর্বশী ২০১৫ সালে মিস ডিভা জয়ের পর ভারতকে মিস ইউনিভার্সে রিপ্রেসেন্ট করেন। বর্তমানে ইনি বহু বলিউড ছবিতে কাজ করছেন।

৭) শ্রীনিধি শেট্টি: বলিউডের নবাগতা এই অভিনেত্রী ২০১৬ সালে মিস সুপরান্যাশনালে মিস ইন্ডিয়া হিসেবে অংশগ্রহন করেন এবং বিজয়ী হন। সুপারহিট ‘KGF’ নামক ছবির মধ্য দিয়ে শ্রীনিধি বলিউডে তথা সাউথ ইন্ডাস্ট্রিতে পা রাখেন।

৮) তনুশ্রী দত্ত: ভারতবর্ষে ‘মি টু’ আন্দোলনের প্রবর্তক, এই বঙ্গকন্যাও ২০০৪ সালে ‘মিস ইন্ডিয়া’ হিসেবে মিস ইউনিভার্সের প্রথম দশে জায়গা করে নেন।

৯) নেহা ধুপিয়া: ২০০২ সালে ফেমিনা মিস ইন্ডিয়া খেতাব জয়ের পর মিস ইউনিভার্সে এই অভিনেত্রী সেরা দশে নিজের জায়গা করে নেন। বর্তমানে
জনপ্রিয় টিভি শো ‘রোডিজ’ এ এনাকে দেখা যায়।

১০) জিনাত আমন: সত্তর ও আশির দশকের জনপ্রিয় এই বলি অভিনেত্রীও একজন ইন্টারন্যাশনাল প্যাজেন্ট এর বিজয়ী। ১৯৭০ সালে জিনাত আমন ‘মিস এশিয়া পেসিফিক’ এর বিজয়ী হন। তিনিই ভারতবর্ষ থেকে প্রথম এই খেতাব অর্জন করেন।

About Author