Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জলের তোলায় খুজে পাওয়া গেল ২০০ বছরের পুরোনা শিব মন্দির, দেখুন সেই ভিডিও

হয়তো কখনো প্রাকৃতিক দুর্যোগে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছিল এক শিবমন্দির। অবশেষে নদীগর্ভ থেকে খুজে পাওয়া গেল সেই শিব মন্দির কে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পেরুমালাপাদু গ্রামে পেন্না নদীর ধার থেকে। প্রত্নতাত্ত্বিকরা…

Avatar

হয়তো কখনো প্রাকৃতিক দুর্যোগে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছিল এক শিবমন্দির। অবশেষে নদীগর্ভ থেকে খুজে পাওয়া গেল সেই শিব মন্দির কে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পেরুমালাপাদু গ্রামে পেন্না নদীর ধার থেকে। প্রত্নতাত্ত্বিকরা মনে করছেন মন্দিরটির বয়স প্রায় ২০০ বছর। এটি একটি শিবের মন্দির।

ইতিহাস বলে, ৮০ বছর আগে এই পেন্না নদীর গতি পরিবর্তন হয়েছে। তার ফলে মন্দিরের উপর দিয়েই নদী বয়ে গেছে। মন্দিরের সাথে সাথে তার চারপাশে ডুবে গেছে নদীগর্ভে। নদীর ধারে বালি খুড়তে খুড়তে হঠাৎ এ বেরিয়ে আসে মন্দিরের চূড়া। অবশেষে উঠে আসে সেই মন্দির।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আশেপাশের গ্রামবাসীরা চায় এই মন্দিরটিকে পুনরায় উদ্ধার করতে। প্রত্নতাত্ত্বিকরাও এই ঘটনাটিকে ভীষণ আনন্দিত হয়েছেন।

About Author