Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আমফানের পর দেশজুড়ে তাপমাত্রার পারদ আরও বাড়বে, সতর্কবার্তা হাওয়া অফিসের

ঘূর্ণিঝড়ের তান্ডব শেষ। এবার শুরু হবে গরমের দাপট। IMD বা India Meterological Department সতর্কবার্তা দিয়েছে যে উত্তর পশ্চিম, মধ্য, পূর্ব ও দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকাতে তাপমাত্রার পারদ ক্রমশ চড়বে। আবহবিদরা…

Avatar

ঘূর্ণিঝড়ের তান্ডব শেষ। এবার শুরু হবে গরমের দাপট। IMD বা India Meterological Department সতর্কবার্তা দিয়েছে যে উত্তর পশ্চিম, মধ্য, পূর্ব ও দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকাতে তাপমাত্রার পারদ ক্রমশ চড়বে। আবহবিদরা মনে করছেন, এই তীব্র উত্তাপের কারণে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে। এমনকি উপকূলে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আর পার্বত্য এলাকাগুলিতে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকবে।

আবহবিদরা এটাও বলেছেন কোথাও কোথাও তাপমাত্রার পারদ বেড়ে ৪৫ ডিগ্রি সেলসিয়াস ও হতে পারে। মূলত উত্তর পশ্চিমের শুকনো ও গরম হাওয়া উত্তর পশ্চিম ও মধ্য ভারতের ওপর দিয়ে যাওয়ার কারণে এই তাপমাত্রার এত পরিবর্তন হচ্ছে বলে মনে করা হচ্ছে। আর আমফান ও আবহাওয়া বদলের এক অন্যতম কারণ বলে মনে করছেন আবহবিদরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শনিবার তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ছিল। কোনো কোনো জায়গাতে গতকাল তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি ছিল। কোনো জায়গাতে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। রাজস্থানে শনিবাসার তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। দেশের বেশিরভাগ জায়গাতেই তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি ছিল গতকাল। আগামীদিনেও তাপমাত্রা অনেক বেশি বাড়বে বলে জানাচ্ছে আবহবিদরা।

About Author