‘ভালবাসা ডট কম’ দিয়ে যাত্রাপথ শুরু করেছিলেন রাজা ও মধুবনী। অনস্ক্রিনের ওম-তোড়ার জমাটি প্রেম রিয়েল লাইফেও রূপ পায়। বিয়ে করেন এই দুই টেলি তারকা। এখন চুটিয়ে সংসার করছেন এঁরা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএবারে, এই জুটি পুজোর আগে আবারও একসঙ্গে মাঠে নেমে পড়েছে। না না রিল লাইফে নয়, রিয়েল লাইফেই দুজনেই বাজিমাত করলেন। খুলে ফেললেন নতুন বিউটি সেলুন। অভিনয়ের পাশাপাশি ব্যবসার জগতেও একসঙ্গে পা রাখলেন অভিনেত্রী মধুবনী।
এক সাক্ষাৎকারে, মধুবনীকে তাঁদের প্রেম নিয়ে জিজ্ঞেশ করলে অভিনেত্রী জানায়, “যখন ওকে প্রোপোজ করি, দু’জন দু’জনের ব্যাপারে প্রায় সব কিছুই জানতাম। বিশ্বস্ততার উপরেই আমাদের সম্পর্ক দাঁড়িয়ে।’’ অন্যদিকে রাজা জানায়, মধুবনীর গান খুব সুন্দর। কিন্তু সেলফি তোলা হল মধুবনীর খুব বাজে হ্যাবিট।
View this post on Instagram
এখনও মুধুবনী-রাজার প্রেম জমজমাট। তাই জমজমাট প্রেম নিয়ে একসঙ্গেই নতুন ব্যবসার জগতে পা রাখলেন এই দম্পতি। পুজোর আগেই উদ্বোধন করলেন Madhubani’s Hair & Beauty salon.