এবার তেলেঙ্গানা সরকার লক ডাউনের মেয়াদ বাড়িয়ে দিল আগামী ৭ই মে পর্যন্ত। চন্দ্রশেখর রাও জানা, আগামী ৫ই মে পরিস্থিতির উপর মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। এছাড়া তেলেঙ্গানাতে সমস্ত ফুড ডেলিভারিতেও নিষেধাজ্ঞা জারি হল। প্রসঙ্গত উল্লেখ্য, দেশে ১৪ই এপ্রিলের পর লক ডাউনের মেয়াদ বাড়ানো নিয়ে প্রথম পদক্ষেপ নেয় তেলেঙ্গানা সরকার।
তারপর সেই পথে হাটে পাঞ্জাব ও ওড়িশা। একে একে সব রাজ্যই মেয়াদ বাড়ায় লক ডাউনের। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে ৩রা মে পর্যন্ত যে লক ডাউন ঘোষণা করেন তাতে সন্তুষ্ট নয় অনেক রাজ্যই তা তেলেঙ্গানা সরকারের পদক্ষেপে স্পষ্ট। একি পথে হাটতে পারে কর্ণাটকও।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে ৮৭ লক্ষ রেশন হোল্ডারকে দ্বিতীয় মাসের জন্য ১৫০০ টাকা করে দেওয়া হবে। যেসমস্ত ভিন রাজ্যের শ্রমিক পরিবার সহ তেলেঙ্গানায় উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন তাদেরও দেওয়া হবে ১৫০০ টাকা এবং বিনামূল্যে রেশন। এদিকে দেশে আক্রান্ত ছাড়িয়েছে ১৭,০০০ এবং মৃত্যু ৫০০ এরও বেশি। তাই দিন যত এগোচ্ছে উৎকন্ঠার মেঘ ততই ঘন হচ্ছে।