Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

উন্মুক্ত ক্লিভেজ দেখিয়ে oops moments এর শিকার অভিনেত্রী তেজস্বিনী প্রকাশ, ভিডিওটি আলোড়ন সৃষ্টি করেছে

বলিউড ও এরকম ইন্ডাস্ট্রির তারকারা সবসময় তাদের হট স্টাইল দিয়ে সবাইকে একেবারে মাত করে রাখতে চান। এই ধরনের তারকাদের মধ্যেই অন্যতম হলেন তেজস্বী প্রকাশ। তিনি বর্তমানে বলিউড এবং টিভি দুনিয়ার…

Avatar

বলিউড ও এরকম ইন্ডাস্ট্রির তারকারা সবসময় তাদের হট স্টাইল দিয়ে সবাইকে একেবারে মাত করে রাখতে চান। এই ধরনের তারকাদের মধ্যেই অন্যতম হলেন তেজস্বী প্রকাশ। তিনি বর্তমানে বলিউড এবং টিভি দুনিয়ার একজন জনপ্রিয় তারকা হয়ে উঠেছেন। টিভিতে জনপ্রিয় ধারাবাহিক নাগিনে তাকে দেখা গিয়েছে অভিনয় করতে। বর্তমানে তার একটি নতুন ভিডিও ইন্টারনেটে রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছে। এই ভিডিও দেখে মানুষ রীতিমতো নিজের হুঁশ হারিয়ে ফেলেছেন। তেজস্বী প্রকাশকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত সীমা লংঘন করতে দেখা যাচ্ছে এবং তার এই ভিডিও ইন্টারনেটে তাপমাত্রা রীতিমতো বাড়িয়ে দিয়েছে।

এই ভিডিওতে অভিনেত্রী খুবই খোলামেলা পোশাক পরে রয়েছেন। তার পরনে রয়েছে একটি সাদা ফ্রন্ট ওপেন টপ। এছাড়াও তিনি পড়েছেন একটি ঝকঝকে প্যান্ট। তার এই পোশাকের থেকে চোখ সরিয়ে নেওয়া খুব কঠিন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই ভিডিও দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে বিতর্কে জন্ম দিয়েছে। যখন থেকে তেজস্বী করণ কোন্দ্রার সাথে ডেটিং শুরু করেছেন তখন থেকেই তার ব্যাপারে এই সমস্ত তর্ক বিতর্ক শুরু হয়েছে। আর সোশ্যাল মিডিয়াতেও, এই পোশাকের জন্য তিনি সমস্যায় পড়তে শুরু করেছেন। বর্তমানে তার এই নতুন ভিডিওতে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। অনেকে তেজস্বীর সাপোর্ট করেছেন, তবে, এখন বিষয়টা অন্যরকম হয়ে দাঁড়িয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তেজস্বী প্রকাশের এই পোশাক দেখে অনেকেই তাকে ট্রোল করতে শুরু করেছেন। অনেকে তার ফ্যাশন সেন্স নিয়ে তীব্র প্রশ্ন করেছেন। প্রকাশের এই চেহারা দেখে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, তিনি যেন একেবারে মেসেজ পার্লার থেকে এসেছেন। অনেকে আবার লিখেছেন, আপনার জামা কাপড়ের ডিজাইনার একেবারেই ননসেন্স। তাকে বরং পাল্টে নিন। অনেকে আবার, করণকে নিয়েও মন্তব্য করেছেন। একজন আবার লিখেছেন, এরকম একটা পোশাক দেখে ব্যাপারটা কেন মেনে নিলেন করণ? অন্যদিকে আবার একজন মন্তব্য করলেন, বোন আপনার প্যান্টটা অনেকটাই বড়। অনেকে আবার, তেজস্বী প্রকাশের উন্মুক্ত ক্লিভেজ নিয়েও বিতর্কের বন্যা বইয়ে দিলেন।

About Author