তেজস্বী প্রকাশের এই পোশাক দেখে অনেকেই তাকে ট্রোল করতে শুরু করেছেন। অনেকে তার ফ্যাশন সেন্স নিয়ে তীব্র প্রশ্ন করেছেন। প্রকাশের এই চেহারা দেখে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, তিনি যেন একেবারে মেসেজ পার্লার থেকে এসেছেন। অনেকে আবার লিখেছেন, আপনার জামা কাপড়ের ডিজাইনার একেবারেই ননসেন্স। তাকে বরং পাল্টে নিন। অনেকে আবার, করণকে নিয়েও মন্তব্য করেছেন। একজন আবার লিখেছেন, এরকম একটা পোশাক দেখে ব্যাপারটা কেন মেনে নিলেন করণ? অন্যদিকে আবার একজন মন্তব্য করলেন, বোন আপনার প্যান্টটা অনেকটাই বড়। অনেকে আবার, তেজস্বী প্রকাশের উন্মুক্ত ক্লিভেজ নিয়েও বিতর্কের বন্যা বইয়ে দিলেন।
উন্মুক্ত ক্লিভেজ দেখিয়ে oops moments এর শিকার অভিনেত্রী তেজস্বিনী প্রকাশ, ভিডিওটি আলোড়ন সৃষ্টি করেছে
বলিউড ও এরকম ইন্ডাস্ট্রির তারকারা সবসময় তাদের হট স্টাইল দিয়ে সবাইকে একেবারে মাত করে রাখতে চান। এই ধরনের তারকাদের মধ্যেই অন্যতম হলেন তেজস্বী প্রকাশ। তিনি বর্তমানে বলিউড এবং টিভি দুনিয়ার…

আরও পড়ুন