Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৩৬ দিন চার্জ ধরে রাখার ক্ষমতা, দেশে লঞ্চ হল Tecno Spark 7T

করোনা গোটা দেশের অর্থনীতিকে ঝুঁকিয়ে দিলেও Tecno কে তার নতুন হ্যান্ডসেট লঞ্চ করা থেকে বিরত রাখতে পারেনি‌‌। Tecno Spark 7T নামক ঝাঁ চকচকে স্মার্টফোনটি আগামী ১৫ জুন থেকে বিক্রির জন্য…

Avatar

By

করোনা গোটা দেশের অর্থনীতিকে ঝুঁকিয়ে দিলেও Tecno কে তার নতুন হ্যান্ডসেট লঞ্চ করা থেকে বিরত রাখতে পারেনি‌‌। Tecno Spark 7T নামক ঝাঁ চকচকে স্মার্টফোনটি আগামী ১৫ জুন থেকে বিক্রির জন্য উপলব্ধ হবে বাজারে। ফোনটির দাম ধার্য করা হয়েছে ৮,৯৯৯ টাকা। ই-কমার্স সাইট Amazon য়েই মাত্র পাওয়া যাবে এই ফোন। তবে লঞ্চের প্রথম দিন ফোনটি কিনলে গ্রাহক পাবেন কড়কড়ে ১,০০০ টাকার ক্যাশব্যাক। ১৬ তারিখ আবার ৮,৯৯৯ টাকাতেই বিক্রি করা হবে।
কম বাজেটের এই ফোনে রয়েছে 48MP AI ক্যামেরা। এছাড়াও অসাধারণ কিছু ক্যামেরা ফিচার্সের মধ্যে রয়েছে বোকে, টাইম ল্যাপস, স্লো মোশন, AI পোর্ট্রেইট, স্মাইল শট ইত্যাদি। ফোনটির ফিচার সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

Tecno Spark 7T ফোনে 4GB RAM এবং 64GB এই দুটি স্টোরেজ ভ্যারিয়্যান্টস দেওয়া হয়েছে। এতে রয়েছে একটি চমৎকার ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও 90.34%, রেজোলিউশন 720×1600 পিক্সেলস, ব্রাইটনেস 480nits, পিক্সেল ডেনসিটি 269 PPI। পারফরম্যান্সের জন্য এই ফোনে দেওয়া হয়েছেএকটি MediaTek Helio G35 প্রসেসর এবং তার সঙ্গেই থাকছে HyperEngine প্রযুক্তি এবং 2.3 Ghz CPU। সফ্টওয়্যারের দিক থেকে ফোনটি Android 11 বেসড HiOS 7.6 দ্বারা চালিত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অত্যন্ত শক্তিশালী 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে Tecno Spark 7T হ্যান্ডসেটটিতে। এই ব্যাটারিতে রয়েছে AI পাওয়ার সেভিং, ফুল-চার্জ অ্যালার্ট ইত্যাদি ফিচার্স। কোম্পানির তরফে জানানো হয়েছে যে, এই ফোনটি 36 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই চার্জ ধরে রাখতে পারে। এছাড়াও 41 ঘণ্টা কলিং টাইম, 18 ঘণ্টা ওয়েব ব্রাউজিং, 193 ঘণ্টা মিউজিক প্লেব্যাক, 18 ঘণ্টা গেম প্লেয়িং এবং 29 ঘণ্টা ভিডিয়ো প্লে-ব্যাক‌ও সাপোর্ট করে এই ফোনটি।

Tecno Spark 7T ফোনে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে একটি 48MP AI ক্যামেরা এবং তার সঙ্গেই দেওয়া হয়েছে একটি কোয়াড ফ্ল্যাশ। Tecno Spark 7T ফোনটি 2K ভিডিয়ো রেকর্ডিং করতে পারে এবং 120fps রেটে স্লো-মোশন ভিডিয়োও রেকর্ড করতে সক্ষম। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনের সামনে রয়েছে একটি 8MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা, যার অ্যাপার্চার f/2.0 ও ডুয়াল ফ্ল্যাশ। এছাড়া সুরক্ষার জন্য ফোনটিতে ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটির মোট তিনটি কালার ভ্যারিয়্যান্টস রয়েছে – ম্যাগনেট ব্ল্যাক, জুয়েল ব্লু এবং নেবুলা অরেঞ্জ।

About Author