টেলিকম পরিষেবা জগতে জনপ্রিয় নাম রিলায়েন্স জিও। দুর্দান্ত রিচার্জ প্ল্যানের পাশাপাশি ফোর-জি ফিচার ফোন এনেও চমকে দিয়েছিল এই সংস্থা। তবে এবার জিওকে টেক্কা দিতে বাজারে আসতে চলেছে এইচএমডি গ্লোবালের নতুন ফিচার ফোন। জানা গিয়েছে, সম্প্রতি এই ফিচার ফোনটি FCC ডকুমেন্টেশন পাস করে গিয়েছে। আশা করা হচ্ছে, খুব সহজেই জিওর ফিচার ফোনকে পেছনে ফেলতে পারে এই নতুন ফোনটি।
TA-1316 নামাঙ্কিত এই ফোনটির বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক-
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now1. এই ভার্সনটি হবে ডুয়াল সিম সাপোর্টেড। পাশাপাশি জিএসএম, এলটিই এবং WCDMA নেটওয়ার্ক সাপোর্ট করবে। অর্থাৎ গ্রাহকেরা তাদের ইচ্ছেমতো সিম ব্যবহার করতে পারবেন।
2. ফোনটিতে রয়েছে ভিজিএ ক্যামেরা। একইসাথে থাকবে এফএম রেডিও এবং ব্লুটুথ সাপোর্ট।
3. একটি রিমুভেবল 1150 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।
4. রয়েছে বেসিক AU – 18U নোকিয়া চার্জার, wh-108 ইয়ারফোন এবং 1 মিটার দীর্ঘ CA-190CD ইউএসবি কেবল্।
উল্লেখযোগ্য বিষয় হল এই ফিচার ফোনটির রেডিয়েশনের পরিমান মাত্রাতিরিক্ত নয়। যদিও ফোনটিকে কবে লঞ্চ করা হবে তা স্পষ্ট জানানো হয়নি। তবে, Nokia 7.3, Nokia 6.3 এবং Nokia 2.4 এর পরে এবার আসতে চলেছে নতুন একটি LTE ফিচার ফোন।