Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দুর্দান্ত অফার দিল রিলায়েন্স জিও, মাত্র ১৪১ টাকায় পেয়ে যাবেন Jiophone2

টেলিকম পরিষেবা জগতে শীর্ষস্থানীয় সংস্থা জিও সচরাচর গ্রাহক আকর্ষণ করতে দুর্দান্ত সব অফার নিয়ে আসে। এবার জন্মাষ্টমী উপলক্ষেও আকর্ষণীয় অফার এনেছে তারা। আপনি যদি সম্প্রতি JioPhone2 কেনার কথা ভেবে থাকেন…

Avatar

টেলিকম পরিষেবা জগতে শীর্ষস্থানীয় সংস্থা জিও সচরাচর গ্রাহক আকর্ষণ করতে দুর্দান্ত সব অফার নিয়ে আসে। এবার জন্মাষ্টমী উপলক্ষেও আকর্ষণীয় অফার এনেছে তারা। আপনি যদি সম্প্রতি JioPhone2 কেনার কথা ভেবে থাকেন তবে এই সুযোগটি হাত ছাড়া করবেন না। কারণ, জিও ওয়েবসাইট অনুযায়ী এখন গ্রাহকেরা মাত্র 141 টাকাতে নিয়ে যেতে পারবেন এই ফোনটি।

সংস্থার তরফে, Jiophone2 এর দাম নির্ধারিত করা হয়েছে 2,999 টাকা, কিন্তু এই অফারের আওতায় মাত্র 141 টাকার ইএমআইতে গ্রাহকেরা নিয়ে যেরে পারবেন এই ফোনটি। ফোনটি ডুয়াল সিম-সহ আগের ফোনের আপগ্রেডেড ভার্সন। 2017 সালে প্রথম লঞ্চ করা হয়েছিল এই ফোনের পুরনো ভার্সনটি সালে। আসুন জেনে নিই এই নতুন মডেলটির বৈশিষ্ট্য সম্পর্কে-

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

1. ডিসপ্লেঃ ফোনটিতে রয়েছে 2.4-ইঞ্চি QWVGA ডিসপ্লে।

2. র‍্যামঃ 512 এমবি র‌্যাম।

3. স্টোরেজঃ 4 জিবি ইন্টার্নাল স্টোরেজ। যেটা বর্ধিত করা যাবে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে।

4. কিবোর্ডঃ রয়েছে QWERTY কিবোর্ড। ফলে টাইপিং করা হবে খুবই সহজ।

5. ক্যামেরাঃ 2 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং একটি ভিজিএ ফ্রন্ট ক্যামেরা সেন্সর।

6. ব্যাটারিঃ 2,000 mAh ব্যাটারি।

7. অপারেটিং সিস্টেমঃ KAI অপারেটিং সিস্টেম।

8. রয়েছে VoLTE, VoWiFi, জিপিএস, ব্লুটুথ, এবং এফএম রেডিও। একইসাথে থাকবে এইচডি কলিং-এর সুবিধা।

9. ফোনটিতে 24 টি ভারতীয় ভাষা সাপোর্ট করে।।

10. আকর্ষণীয় ফিচার, WhatsApp এবং Youtube চলবে এই ফোনে। সাথে থাকবে গুগল অ্যাসিস্ট্যান্টের সাপোর্ট।

About Author