Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৩০ দিন বিনামূল্যে ডাটা, প্ল্যান শুরু ৩৯৯ টাকা থেকে

সোমবার ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থার Reliance Jio তাদের জিও ফাইবার সার্ভিসের প্ল্যানের মূল্য পুনরায় পরিবর্তন করেছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নতুন প্ল্যান কার্যকরী হবে, এবং এই প্লানে আপনারা…

Avatar

সোমবার ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থার Reliance Jio তাদের জিও ফাইবার সার্ভিসের প্ল্যানের মূল্য পুনরায় পরিবর্তন করেছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নতুন প্ল্যান কার্যকরী হবে, এবং এই প্লানে আপনারা প্রচুর বেনিফিট পেয়ে যাবেন।

নতুন অফারে রিলায়েন্স জিও ৪টি নতুন প্ল্যান অফার করছে। এর মধ্যে রয়েছে ৩৯৯ টাকার প্ল্যান যেখানে আপনি ৩০ mbps এর ইন্টারনেট স্পিড পেয়ে যাবেন। দ্বিতীয় প্লান ৬৯৯ টাকার যেখানে আপনি পাবেন ১০০ mbps এর ইন্টারনেট স্পিড। তৃতীয় প্ল্যান ৯৯৯ টাকার যেখানে থাকবে ১৫০ mbps এর ইন্টারনেট স্পিড। এবং চতুর্থ প্ল্যান অর্থাৎ ১,৪৯৯ টাকার প্ল্যানে থাকছে ৩০০ mbps এর ইন্টারনেট স্পিড।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়াও আপনারা ১১টি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। এরমধ্যে রয়েছে Netflix, Amazon Prime Video, Disney+Hotstar, Zee5, Sony Liv, Voot, ALT Balaji, এবং LionsGate। এই চারটি নতুন প্ল্যানে আপনারা প্রায় একই রকম আপলোড এবং ডাউনলোড স্পিড পেয়ে যাচ্ছেন।

এছাড়াও যদি আপনি নতুন JioFiber যাহোক হয়ে থাকেন তাহলে আপনি ৩০ দিনের ফ্রী ট্রায়াল পেয়ে যাবেন এই সাবস্ক্রিপশনের। এর মধ্যে থাকছে ১৫০ mbps এর ইন্টারনেট স্পিড, 4K সেট টপ বক্স, ১০টি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন এবং ফ্রি ভয়েস কলিং।

নতুন অফার টি কেবলমাত্র নতুন JioFiber গ্রাহকদের জন্য কার্যকরী হবে যারা ১ সেপ্টেম্বর থেকে নিজেদের কানেকশন শুরু করবেন। এছাড়াও পুরনো গ্রাহকদের প্ল্যানেও বেশ কিছু পরিবর্তন আনা হবে।

About Author