Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বদলে যাবে আপনার ফোন, উন্নত ফিচারসহ এসে গেল গুগলের Android 11

সম্প্রতি গুগলের তরফ থেকে আনা হয়েছে নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম Android 11 Beta ভার্সন। একাধিক ফিচারসহ এই সিস্টেমের মাধ্যমে স্মার্টফোন ব্যবহার করা আরও সহজ এবং উন্নত হয়ে উঠবে। এই বিষয়ে…

Avatar

সম্প্রতি গুগলের তরফ থেকে আনা হয়েছে নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম Android 11 Beta ভার্সন। একাধিক ফিচারসহ এই সিস্টেমের মাধ্যমে স্মার্টফোন ব্যবহার করা আরও সহজ এবং উন্নত হয়ে উঠবে। এই বিষয়ে গুগলের তরফ থেকে একটি পোস্টে জানানো হয়েছে, নতুন এই অপারেটিং সিস্টেমে রয়েছে ভয়েস অ্যাকসেস, স্ক্রিন রেকর্ডার, উন্নত শেয়ার অপশন ইত্যাদি। আসুন বিস্তারিতভাবে জেনে নিই ব্যবহারকারীরা কী কী সুবিধা পাবেন এই অপারেটিং সিস্টেমে।

১. ভয়েস অ্যাকসেস: যারা ফোনে টাইপ করার বদলে গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে বেশি পছন্দ করেন তাদের জন্য আনা হয়েছে ভয়েস অ্যাকসেস নামের এই নতুন ফিচার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২. ডিভাইস কন্ট্রোল: যেকোনো ফিচার কে দ্রুত ব্যবহারের জন্য এই সুবিধাটি আনা হয়েছে। এর মাধ্যমে একাধিক চ্যাটিং অ্যাপ ব্যবহার করা যাবে।

৩.কনভারসেশন: এই ফিচারটি নোটিফিকেশন ক্ষেত্রে ব্যবহার করা যাবে। ফোনে যে অ্যাপটি বেশি ব্যবহৃত হয় সেটি ফোনের স্ক্রিনে বাবল আকারে ভেসে উঠবে।

৪. প্রাইভেসি ফিচার: মোবাইল ব্যবহারকারীদের প্রাইভেসিকে আরও বেশি সুরক্ষিত করতে ফিচারটি আনা হয়েছে।

৫. মিডিয়া কন্ট্রোল: এই ফিচারটির মাধ্যমে মোবাইল আরও ভালোভাবে কন্ট্রোল করা যাবে। অডিও-ভিডিও অদল বদল করা খুবই সহজ হবে।

৬. ওয়ান টাইম পারমিশন: এর মাধ্যমে ফোনের যেকোন ফিচার যেমন- ক্যামেরা, মাইক্রোফোন একবার পারমিশনেই সংযুক্ত করা যাবে।

৭. পারমিশন অটো রিসেট: অনেকদিন পর্যন্ত না ব্যবহার করা অ্যাপে এই ফিচারটির মাধ্যমে প্রাইভেসি পারমিশন অটো রিসেট হয়ে যাবে।

আসুন জেনে নিই কিভাবে এই অপারেটিং সিস্টেম টি ডাউনলোড করবেন-

১. প্রথমেই Android 11 Beta-র আধিকারিক ওয়েবসাইটে সাইন আপ করতে হবে।

২. এখানে পাওয়া যাবে কয়েকটি ফোনের লিস্ট, যে ফোন গুলিতে এই নতুন অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা যাবে।

৩. এবার লিস্ট অনুযায়ী নিজের ফোনটিকে সিলেক্ট করতে হবে।

৪. এবার আপনার ফোনে একটি নোটিফিকেশন পাঠানো হবে যেখানে এই অপারেটিং সিস্টেম ডাউনলোড/ইনস্টল করার জন্য উপলব্ধ থাকবে।

৫. কোনো কারণবশত নোটিফিকেশন না পেলে সেটিংসে গিয়ে সিস্টেম আপডেট চেক করতে হবে।

About Author