Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৭,৫০০ টাকার কমে পেয়ে যান Realme-এর এই ফোন, আজই কিনুন

গ্রাহকদের কাছে আজ আরও এক বার সুযোগ আছে Realme C11 কেনার। এই ফোনটি কোম্পানির অন্যতম বিক্রিত এবং জনপ্রিয় বাজেট স্মার্টফোন। যদি আগের বারের সুযোগটি আপনি মিস করে থাকেন, তবে কোম্পানি…

Avatar

গ্রাহকদের কাছে আজ আরও এক বার সুযোগ আছে Realme C11 কেনার। এই ফোনটি কোম্পানির অন্যতম বিক্রিত এবং জনপ্রিয় বাজেট স্মার্টফোন। যদি আগের বারের সুযোগটি আপনি মিস করে থাকেন, তবে কোম্পানি আজ আরও একবার আপনাকে সুযোগ দিচ্ছে ফ্ল্যাশ সেলের মাধ্যমে Realme c11 কেনার। তবে চলুন তার আগে জানা যাক ফোনটি সম্পর্কে বিস্তারিত ভাবে,

দাম

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Realme C11 স্মার্টফোনটির একটি ভ্যারিয়েন্ট ২জিবি+৩২ জিবি হিসেবে পাওয়া যায়। সেই ফোনটির দাম ৭,৪৯৯ টাকা রাখা হয়েছে। এই ফোনটির কম্পিটিশন হতে চলেছে Redmi 9 এওং Samsung Galaxy M01 এর সাথে।

স্পেসিফিকেশন

Realme C11 এ দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে। ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৫। ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টার্নাল স্টরেজের সাথে লঞ্চ হয়েছে এই ফোনটি। ফোনটিতে দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা । ফ্রন্টে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।স্মার্টফোনটিতে ৫০০০ mAh এর ব্যাটারির সাথে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।

About Author