Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

১০০ টাকার কমে পেয়ে যান প্রতিদিন ৩ জিবি ডেটা, দুর্দান্ত প্ল্যান আনলো BSNL

গ্রাহকদের সুবিধার্থে বিভিন্ন সময়ে বিভিন্ন আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে আসে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। তার ওপর এই করোনা আবহে যেখানে 'বাড়ি বসে কাজ' প্রকল্পের আওতায় ইন্টারনেট এবং ভয়েস কলিংয়ের ব্যবহার…

Avatar

গ্রাহকদের সুবিধার্থে বিভিন্ন সময়ে বিভিন্ন আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে আসে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। তার ওপর এই করোনা আবহে যেখানে ‘বাড়ি বসে কাজ’ প্রকল্পের আওতায় ইন্টারনেট এবং ভয়েস কলিংয়ের ব্যবহার বেড়ে গিয়েছে বহুমাত্রায়।

এই পরিস্থিতিতে গ্রাহকদের প্রয়োজনের কথা মাথায় রেখে বেশ কয়েকটি রিচার্জ প্ল্যান এনেছে তারা। যার মধ্যে একটি হল 78 টাকার প্রিপেইড প্ল্যান। যেখানে পাওয়া যাবে – প্রতিদিন 3 জিবি ডেটা + আনলিমিটেড বিএসএনএল কলিং + 250 মিনিট নন বিএসএনএল কলিং + Eros Now সাবস্ক্রিপশন। প্ল্যানটির বৈধতা 8 দিন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে আকর্ষণীয় এই রিচার্জ প্ল্যানটি শুধুমাত্র কিছু নির্দিষ্ট সার্কেলের জন্যেই উপলব্ধ রয়েছে। অন্যদিকে, এই প্ল্যানের পাশাপাশি ব্রডব্যান্ড গ্রাহকদের জন্যেও কিছু নতুন প্ল্যান এনেছে এই সংস্থা। যেখানে পাওয়া যাবে 50 mbps স্পীড। পাশাপাশি প্ল্যানগুলিতে পাওয়া যাবে 200, 300 ও 400 জিবি ডেটা। যদিও শুধুমাত্র পাঞ্জাবে সার্কেলেই প্ল্যানগুলি প্রযোজ্য রয়েছে।

About Author