সাম্প্রতিক সময়ে মানুষ যে কতটা ইন্টারনেটের ওপর নির্ভরশীল, তা আর বলার অপেক্ষা রাখেনা।গান শোনা, খবর দেখা, সোশ্যাল মিডিয়া থেকে সিনেমা দেখা, পাশাপাশি কাজের জন্যেও ভীষণই প্রয়োজন ইন্টারনেট পরিষেবা। তার ওপর এই করোনা আবহে বাড়িতে বসেই যাবতীয় কাজ এবং পড়াশোনা করার কাজে ভরসা সেই ইন্টারনেট। সেই চাহিদাগুলি মাথায় রেখেই একাধিক আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে বিভিন্ন টেলিকম সংস্থাগুলি।
আজ আমরা জানবো এরকমই কিছু রিচার্জ প্ল্যান সম্পর্কে। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হল প্ল্যানগুলি কোনো নির্দিষ্ট একটি টেলিকম সংস্থার নয়, বরং একাধিক সংস্থার। তবে প্রত্যেকটি প্ল্যানেই দৈনিক ৩ জিবি করে ডেটার সুবিধা রয়েছে। প্ল্যানগুলি হল-
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now১. ভোডাফোন- আইডিয়ার ৫৫৮ টাকার প্ল্যানঃ
প্রতিদিন ৩ জিবি ডেটা + আনলিমিটেড ভয়েস কলিং + প্রতিদিন ১০০ এসএমএস। বৈধতা ৫৬ দিন।
২. এয়ারটেলের ৫৫৮ টাকার প্ল্যানঃ
প্রতিদিন ৩ জিবি ডেটা + আনলিমিটেড ভয়েস কলিং + প্রতিদিন ১০০ এসএমএস। বৈধতা ৫৬ দিন।
৩. জিওর ৪০১ টাকার প্ল্যানঃ
প্রতিদিন ৩ জিবি ডেটা + আনলিমিটেড জিও ভয়েস কলিং + ১০০০ মিনিট ননজিও কলিং + প্রতিদিন ১০০ এসএমএস + ডিজনি হটস্টার প্রিমিয়াম সাবস্ক্রিপশন। বৈধতা ২৮ দিন।
৪. এয়ারটেলের ৩৯৮ টাকার প্ল্যানঃ
প্রতিদিন ৩ জিবি ডেটা + আনলিমিটেড ভয়েস কলিং + প্রতিদিন ১০০ এসএমএস। বৈধতা ২৮ দিন।
Content Source : TechPingo