Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Airtel গ্রাহকদের জন্য খারাব খবর, ফের বাড়তে পারে খরচ

গতবছর ২০১৯ সালের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাসে সমস্ত টেলিকম সংস্থা যেমন, জিও, এয়ারটেল,ভোডাফোন আইডিয়া তাঁদের ফোনের খরচ বাড়িয়েছিল। এক লাফে ৪২ শতাংশ দাম বাড়িয়ে দেয় সমস্ত টেলিকম সংস্থা। এবার…

Avatar

গতবছর ২০১৯ সালের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাসে সমস্ত টেলিকম সংস্থা যেমন, জিও, এয়ারটেল,ভোডাফোন আইডিয়া তাঁদের ফোনের খরচ বাড়িয়েছিল। এক লাফে ৪২ শতাংশ দাম বাড়িয়ে দেয় সমস্ত টেলিকম সংস্থা। এবার ফের এয়ারটেলের দাম বাড়তে পারে, এমনই ইঙ্গিত দিলেন ভারতী এয়ারটেলের সিইও গোপাল ভিত্তাল। তবে তা কবে বাড়ানো হবে সে বিষয়ে স্পষ্টত কিছু বলেননি তিনি। সংস্থার তরফে জানা গিয়েছে, জুন মাস শেষ হওয়ার পর ত্রৈমাসিক এয়ারটেলের ১৫,৯৩৩ টাকা লোকসান হয়েছে।

গোপাল ভিত্তাল জানান, টেলিকম সংস্থার ব্যবসাকে ঠিকমতো চলতে গেলে প্রতি মাসে গ্রাহক পিছু ২০০-৩০০ টাকা লাভ করা দরকার। সেখানে জুনে শেষ হওয়া ত্রৈমাসিকে এয়ারটেলের আয় হয়েছে ১৫৭ টাকা। এর আগের ত্রৈমাসিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এয়ারটেলের আয় হয়েছে ১৫৪ টাকা। সংস্থার তরফে কোনো বকেয়া বাকি নেই এমনটাই জানিয়েছেন সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার বাদল বাগারি। এয়ারটেল টেলিকম সংস্থার আর্থিক অবস্থাও ভালো।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এয়ারটেল ইতিমধ্যে এজিআর বাবদ টেলিকম দফতরের প্রাপ্য ৪৩,৭৮০ কোটি টাকার মধ্যে ১৮,০০০ কোটি টাকা মিটিয়ে দিয়েছে। ক্রমে সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে বলে জানান ডিরেক্টর ফিনান্স হরজিত কোহলি। দেশের সর্বোচ্চ আদালতের কাছে সংস্থা বাকি টাকা মেটানোর জন্য ২০ বছর সময় নিয়েছে। বকেয়া টাকার সমস্তটাই মিটিয়েছে একমাত্র রিলায়েন্স জিও। সর্বোচ্চ আদালতের কাছে বাকি টেলিকম সংস্থার দাবি বকেয়া টাকা মিটাতে ২০ বছর কিস্তির সুযোগ দেওয়া উচিত। এই নিয়ে আগামী ১০ই আগস্ট শুনানি হবে।

About Author