Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সবচেয়ে সস্তায় ৮০ দিনের বৈধতা সম্পন্ন দুর্দান্ত প্ল্যান আনলো BSNL, জানুন

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল সচরাচর তাদের গ্রাহকদের সুবিধার্থে একাধিক রিচার্জ প্ল্যান নিয়ে আসে। এবার তারা তাদের তামিলনাড়ু এবং চেন্নাই সার্কেলের গ্রাহকদের জন্য এনেছে ৩৯৯ টাকার একটি আকর্ষণীয় প্রিপেইড প্ল্যান। এই…

Avatar

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল সচরাচর তাদের গ্রাহকদের সুবিধার্থে একাধিক রিচার্জ প্ল্যান নিয়ে আসে। এবার তারা তাদের তামিলনাড়ু এবং চেন্নাই সার্কেলের গ্রাহকদের জন্য এনেছে ৩৯৯ টাকার একটি আকর্ষণীয় প্রিপেইড প্ল্যান। এই প্ল্যান এর আওতায় গ্রাহকেরা পাবেন-আনলিমিটেড ভয়েস কল (ন্যাশনাল র‍্যোমিং সহ) + প্রতিদিন ১ জিবি ডেটা + ১০০ এসএমএস + বিএসএনএল টিউন + লোকধুন কনটেন্ট। প্ল্যানটির বৈধতা ৮০ দিন।তবে এই সংস্থার তরফে জানানো হয়েছে দৈনিক ভয়েস কলিংয়ের সীমা হিসেবে নির্ধারিত হয়েছে ২৫০ মিনিট। কোনো গ্রাহক তার দৈনিক ভয়েস কলিংয়ের সীমা শেষ করে ফেললে বেস প্ল্যানের ভিত্তিতে চার্জ করা হবে। এছাড়া দৈনিক ডেটার সুবিধা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পীড কমে ৮০ kbps হয়ে যাবে। এই রিচার্জ প্ল্যানটি ১৫ই আগস্ট থেকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট উপলব্ধ হবে।
About Author