Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দ্বিতীয় ম্যাচে বড় দুটি পরিবর্তন, কাল এই ১১ জনকে নিয়ে মাঠে নাবে ভারতীয় দল

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত প্রথমবার ধাক্কা খেয়েছে ওয়েলিংটনে। সেখান থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ১০ উইকেট হেরে ভারত সমস্ত বিভাগেই পরাস্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচে…

Avatar

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত প্রথমবার ধাক্কা খেয়েছে ওয়েলিংটনে। সেখান থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ১০ উইকেট হেরে ভারত সমস্ত বিভাগেই পরাস্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলি এবং তার বাহিনী অবশ্য জয়ের ব্যাপারে আশাবাদী। সেই উদ্দেশ্যেই ক্রাইস্টচার্চ রওনা দিয়েছে ভারত, যেখানে নিউজিল্যান্ড আবার অত্যন্ত সফল। আপনি যখন দু’ম্যাচের সিরিজের প্রথম টেস্টটি হেরে যান তখনই আপনার শ্বাস প্রশ্বাসের কোনও জায়গা নেই। ২৯ শে ফেব্রুয়ারি থেকে ক্রাইস্টচার্চে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে তারা।

দ্বিতীয় ম্যাচ শুরু হওয়ার আগেই দুটি ধাক্কা খেয়েছে ভারতীয় শিবির। চোটের জন্য দ্বিতীয় ম্যাচে খেলার সম্ভাবনা নেই ওপেনার পৃথ্বী শ এবং প্রথম ম্যাচের একমাত্র সফল বোলার ইশান্ত শর্মার। বাম পায়ে ফোলা ভাবের জন্য খেলার সম্ভাবনা নেই পৃথ্বীর। তার পরিবর্তে প্রথম একাদশে আসতে চলেছেন তরুণ শুভমন গিল। ভারতের হয়ে টেস্টে অভিষেক হবে গিলের। অপরদিকে গোড়ালিতে চোট লাগার জন্য দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন ইশান্ত শর্মা। চোটের কারণে একমাস পর দলে ফিরেছিলেন তিনি আবার চোট পেলেন তিনি। উমেশ যাদব দ্বিতীয় ম্যাচে ইশান্তের জায়গা নিতে চলেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : প্রকাশিত হল আইসিসি T-20 র‍্যাঙ্কিং, শীর্ষ দশে ভারতীয় দলের দুই ক্রিকেটার

ভারতের সম্ভাব্য একাদশ

মায়াঙ্ক আগরওয়াল, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি(অধিনায়ক), অজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, ঋষভ পন্ত(উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন/রবীন্দ্র জাদেজা, উমেশ যাদব, মহম্মদ শামি, জসপ্রিত বুমরাহ।

About Author