আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কে। এরপর ৯ জুন নিউ ইয়র্কে প্রতিপক্ষ পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। ১২ জুন আয়োজক আমেরিকার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ১৫ জুন কানাডার মুখোমুখি হবে ভারত। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল যাবে সুপার এইট পর্বে।It’s only beating the world. #YouGotThis. The new team India t20 jersey is now available in stores across India and on https://t.co/8XCz8p5KGu#T20WorldCup pic.twitter.com/ZBHh38DfLy
— adidas (@adidas) May 7, 2024
ভারতের টি২০ বিশ্বকাপের আসল জার্সি কিনতে চান? দাম সকল মধ্যবিত্তের সাধ্যের মধ্যে
চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার যৌথ আয়োজনে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে। এবারের বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআইয়ের সিনিয়র নির্বাচক কমিটি। টিম ইন্ডিয়ার স্পনসর অ্যাডিডাস সোমবার…

আরও পড়ুন