খেলাক্রিকেট

ভারতের টি২০ বিশ্বকাপের আসল জার্সি কিনতে চান? দাম সকল মধ্যবিত্তের সাধ্যের মধ্যে

Advertisement
Advertisement

চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার যৌথ আয়োজনে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে। এবারের বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআইয়ের সিনিয়র নির্বাচক কমিটি। টিম ইন্ডিয়ার স্পনসর অ্যাডিডাস সোমবার বিশ্বকাপের জন্য দলের জার্সি উন্মোচন করেছে। এই জার্সি কেনার জন্য অনেকেই আগ্রহ দেখাচ্ছন। কিন্তু জানেন কি টিম ইন্ডিয়ার এই অরিজিনাল জার্সির দাম কত? জার্সি উন্মোচনের পর অনেকের প্রতিক্রিয়া সামনে এসেছে। অনেক ভক্ত এই জার্সিকে ভালো বলেছেন, আবার অনেকে সমালোচনাও করেছেন। কিন্তু সবার মনে রয়েছে অন্য প্রশ্ন। প্রশ্ন হল, বিশ্বকাপের আসল জার্সির দাম কত?

Advertisement
Advertisement

অ্যাডিডাসের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, টি২০ বিশ্বকাপের আসল জার্সির দাম রাখা হয়েছে ৫,৯৯৯ টাকা। অর্থাৎ প্রায় ছয় হাজার টাকা। এই জার্সিতে মূলত দুটি রঙ দেখা যাচ্ছে। জার্সির হাতা ও কাঁধের অংশে গেরুয়া রঙ রয়েছে, যা এই সময়ে টিম ইন্ডিয়ার অনুশীলন কিটের রঙ-ও বটে। এ ছাড়া সামনে ও পেছনে নীল রঙ রয়েছে এই জার্সিতে। পাশে গেরুয়া রঙের স্ট্রিপও দেওয়া রয়েছে। এই জার্সির গলায় তেরঙা ডোরা দেওয়া রয়েছে। তবে এই জার্সিতে কলার নেই।

Advertisement

Advertisement
Advertisement

আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কে। এরপর ৯ জুন নিউ ইয়র্কে প্রতিপক্ষ পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। ১২ জুন আয়োজক আমেরিকার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ১৫ জুন কানাডার মুখোমুখি হবে ভারত। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল যাবে সুপার এইট পর্বে।

Advertisement

Related Articles

Back to top button