আইপিএল শেষে আড়াই মাসের লম্বা অস্ট্রেলিয়া সফরে ভারতীয় ক্রিকেট দল। করোনা পরবর্তী সময়ে অস্ট্রেলিয়া সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছে টিম ইন্ডিয়া। ‘নিউ নরম্যাল’ টিম ইন্ডিয়া। নতুন পিপিই কিট পরে নানান মুডে দেখা গেল বিরাট কোহলি, কেএল রাহুল, উমেশ যাদব, বিরাট হার্দিক পান্ডিয়াদের। এরপরই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠতে শুরু করেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে এবং টি-২০ সিরিজে ‘রেট্রো’ জার্সিতে মাঠে নামবেন কোহলিরা!
If reports are true this is jersy of India team for Australia tour
Retro Kit
Virat's look in it .#TeamIndia #INDvsAUS #AUSvsIND #ViratKohli pic.twitter.com/QAWortmfhA— Ravi Desai ?? (@its_DRP) November 12, 2020
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowটিম ইন্ডিয়ার নীল জার্সি নাকি আরও গাঢ় নীল রঙের হতে চলেছে। অনেকটা ১৯৯২ সালের বিশ্বকাপের মতো জার্সি পরে মাঠে নামবেন কোহলিরা। ইতিমধ্যে সেই জার্সির ছবি সোশ্যাল মিডিয়াতে ছেয়ে গিয়েছে। যদিও বিসিসিআইয়ের তরফে এখনও এ বিষয়ে কোনও কিছু জানানো হয়নি। ২৭ নভেম্বর থেকে শুরু হবে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ, তিন ম্যাচের টি-২০ সিরিজ আর চার টেস্টের সিরিজ খেলবে ভারত।
India's retro jersey for Limited Overs series against Australia might look like this, although no official news on this. pic.twitter.com/poDeuCiapu
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 12, 2020