খেলাক্রিকেট

২০২৩ বিশ্বকাপের জন্য লঞ্চ হল টিম ইন্ডিয়ান নতুন জার্সি, রোহিত-কোহলিদের দেখা গেল কিং স্টাইলে

আগামী ৫ই অক্টোবর থেকে শুরু হতে চলা ওডিআই বিশ্বকাপ চলবে ১৯শে নভেম্বর পর্যন্ত।

×
Advertisement

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ্যে এলো ২০২৩ একদিনের বিশ্বকাপ উপলক্ষে ভারতীয় দলের জার্সি। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, ভারতের মাটিতে ৫ই অক্টোবর থেকে শুরু হওয়া বিশ্বকাপ ২০২৩-এর জন্য টিম ইন্ডিয়ার নতুন জার্সি লঞ্চ করেছে Adidas। উল্লেখ্য, আসন্ন একদিনের বিশ্বকাপে ভারতীয় দলের জার্সি স্পন্সর করছে Adidas। যার ফলে, ভারতীয় দলের তারকা ক্রিকেটারদের নতুন জার্সি পরিধান করে বিশেষ ফটোশুট করতে দেখা গেছে। পাশাপাশি, এই বিশেষ মুহূর্তের একটি সংক্ষিপ্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Advertisements
Advertisement

আমরা আপনাদের বলে রাখি, আগামী ৫ই অক্টোবর পৃথিবীর সবচেয়ে বড় স্টেডিয়াম তথা ভারতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। যেখানে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সদ্য বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড।

Advertisements

এদিকে আমরা আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় তারকা ক্রিকেটারদের নিয়ে বিশেষ এই ভিডিও শেয়ার করেছে বিসিসিআই। যেখানে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র যাদেজা, মোহাম্মদ সিরাজ এবং হার্দিক পান্ডিয়াকে নতুন জার্সিতে কিং স্টাইলে ভিডিও শুট করতে দেখা গেছে।

Advertisements
Advertisement

উল্লেখ্য, আগামী ৫ই অক্টোবর থেকে শুরু হতে চলা ওডিআই বিশ্বকাপ চলবে ১৯শে নভেম্বর পর্যন্ত। অর্থাৎ আগামী ১৯শে নভেম্বর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের মেগা ফাইনাল। এই বিশ্বকাপে সর্বমোট ১০টি দল অংশগ্রহণের পাশাপাশি ৪৮টি ম্যাচ খেলা হবে। যে ম্যাচগুলি ভারতের বিভিন্ন রাজ্যে আয়োজন করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতে আয়োজিত এই হাই প্রোফাইল ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচের সময় রাখা হয়েছে সকাল সাড়ে ১০টা ও দুপুর ২টা। আমরা আপনাদের বলে রাখি, ভারত আগামী ৮ই অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে।

Related Articles

Back to top button