খুব সম্প্রতি শেয়ার করে নেওয়া সাম্প্রতিক রিল ভিডিওতে তিয়াসাকে কালো ক্রপ টপ ও প্রিন্টেড লং স্কার্টে রিল বানাতে দেখা গিয়েছে। বাড়ির ছাদেই অঙ্কুশ-শুভশ্রী অভিনীত ‘আমি শুধু চেয়েছি তোমায়’এর হিট গান ‘বাংলাদেশের মেয়ে’র তালেই দেখা মিলেছে তিয়িসার। ছোট চুলে পিঠের ট্যাটুও শো-অফ করেছেন অভিনেত্রী। বাংলা ছবির গানে অভিনেত্রীর এই রিল ভিডিও এই মুহূর্তে নেটনাগরিকদের একাংশের পাশাপাশি তার ভক্তদেরও নজর কেড়েছে। বলাই বাহুল্য, প্রশংসাও পেয়েছেন অনেক। সেই ঝলক অবশ্য রয়েছে অভিনেত্রীর শেয়ার করে নেওয়া রিল ভিডিওর কমেন্টবক্সেই। এই মুহূর্তে বাংলা মিডিয়ামের শিক্ষিকা বাংলা ছবির গানের তালে রিল বানিয়েই চর্চায়। তবে এই প্রথম নয় এর আগেও একাধিক ভিডিওর সূত্র ধরে চর্চায় এসেছেন তিনি। সেইসমস্ত ঝলক তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই মিলবে।
Tiyasha: বাড়ির ছাদেই ‘বাংলা মিডিয়াম’এর শিক্ষিকা বানালেন রিল ভিডিও, শাড়ির বদলে পাশ্চাত্য পোশাকেই নজর কাড়লেন অভিনেত্রী
বাংলা টেলিভিশনের জগৎ'এর অন্যতম পরিচিত নাম তিয়াসা লেপচা। জি বাংলার 'কৃষ্ণকলি' ধারাবাহিক দিয়েই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন তিয়াসা। 'কৃষ্ণকলি'র শ্যামা চরিত্র নিঃসন্দেহে তাকে দর্শকদের মাঝে বিপুল পরিচিতি ও জনপ্রিয়তা…

আরও পড়ুন