Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Tatkal ticket: ওয়েটিং লিস্টের টিকিট বাতিল হলে কতটা ক্ষতি হবে আপনার? জেনে নিন ভারতীয় রেলের এই নিয়মটি

ভারতীয় রেলের টিকিট বুক করার সময় প্রত্যেকেই নিশ্চিত টিকিট পেতে চান। তবে প্রায়শই আমরা ওয়েটিং লিস্টের টিকিট পাই। তাই সেটা এড়াতে আমরা সব সময় তৎকাল টিকিট নিয়ে একটু বেশি চিন্তিত…

Avatar

ভারতীয় রেলের টিকিট বুক করার সময় প্রত্যেকেই নিশ্চিত টিকিট পেতে চান। তবে প্রায়শই আমরা ওয়েটিং লিস্টের টিকিট পাই। তাই সেটা এড়াতে আমরা সব সময় তৎকাল টিকিট নিয়ে একটু বেশি চিন্তিত থাকি। তৎকাল টিকিটের সাথে নিশ্চিত টিকিট পাওয়া সম্ভাবনা একটু বেশি থাকে। তবে এবারে রেলের একটি নতুন নিয়মের ফলে উপকৃত হতে চলেছেন বহুযাত্রী। আপনি যদি তৎকালে একটি ওয়েটিং লিস্টের টিকিট পান, এবং এই টিকিট যদি নিশ্চিত না হয় তবে কি আপনি টাকা ফেরত পাবেন? চলুন সবকিছু জেনে নেওয়া যাক এই তৎকাল টিকিটের ব্যাপারে।

তৎকাল টিকিট হল ভারতীয় রেলওয়ে দ্বারা প্রতিষ্ঠিত একটি টিকিট যা স্বল্প নোটিশে অ্যাভেলেবেল হয়। ১৯৯৭ সালে যখন নীতিশ কুমার রেলমন্ত্রী ছিলেন সেই সময় ভারতীয় রেলে তৎকাল টিকিটের ব্যবস্থা চালু করা হয়েছিল। এখন ভারতের প্রায় প্রত্যেকটি ট্রেনে সংরক্ষিত ক্লাসে এই তৎকাল টিকিটের ব্যবস্থা চালু রয়েছে। অনলাইন এবং অফলাইন দুই ক্ষেত্রেই আপনারা এই ধরনের টিকিট পেয়ে যেতে পারেন। এসি ক্লাসের জন্য তৎকাল টিকিট বুক করার সময় হল সকাল ১০টা এবং স্লিপার ক্লাসের জন্য সকাল ১১টা। ট্রেন ছাড়ার সময়ের ২৪ ঘন্টা আগে তৎকাল টিকিট আপনি বুক করতে পারেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তৎকাল টিকিটের সবথেকে বড় সমস্যা হলো যদি আপনি টিকিট বুক করতে দেরি করেন তবে কিন্তু আপনি তৎকালে গিয়েও সেই ওয়েটিং লিস্টের টিকিট পাবেন। একজন যাত্রী হিসেবে আপনি এই টিকিটে কখনোই ভ্রমণ করতে পারবেন না এবং রেলওয়ে কিন্তু এই ধরনের টিকিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে দেয়। সে ক্ষেত্রে টিকিট বাতিলের তিন থেকে চার দিনের মধ্যে আপনার টাকা আপনার একাউন্টে চলে আসে। তবে হ্যাঁ আপনি যদি টিকিট বুক করেন তাহলে কিন্তু আপনার বুকিং চার্জ কাটা হবে। কত টাকা কাটা হবে তা নির্ভর করে আপনার টিকিট এবং কোন শ্রেণীর আপনি টিকিট কাটছেন তার উপরে। এসি ক্লাসের টিকিটের চার্জ ১০০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত হতে পারে।

About Author