বিচ্ছেদের পর এই প্রথমবার একসাথে দেখা গেল তাদের। তবে তাদের একসাথে দেখা যাওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে মিডিয়াতে। প্রশ্ন উঠছে, তবে কি আবারো কাছাকাছি এলেন তথাগত-দেবলীনা? তাদের ভাঙা সম্পর্ক কি আবারও জোড়া লাগলো? তবে এদিন নিজেদের সম্পর্কের প্রসঙ্গ একেবারে এড়িয়ে গিয়েছেন দুজনেই।বিবৃতি ও দেবলীনার ঠান্ডা লড়াই বেশ কয়েকদিন চলেছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যা চোখ এড়ায়নি কারোরই। তবে তথাগতর সাথে বিচ্ছেদের পর শোনা গিয়েছিল, অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন দেবলীনা। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে নিজেদের বন্ধু বলেই দাবি করেছেন তারা। তবে বুধবার পোশাক বিপনণী সংস্থার প্রচারে তাদের একসাথে দেখা মেলার পর থেকেই তাদের সম্পর্ক জোড়া লাগার জল্পনা আবারো তৈরি হয়েছে মিডিয়াতে।
বর-কনের সাজে তথাগত-দেবলীনা! ভাঙ্গা সম্পর্ক তবে কী জোড়া লাগলো?
মাস কয়েক আগেই বিচ্ছেদ ঘটেছে তথাগত মুখার্জ্জীর সাথে দেবলীনা দত্তের। সেই সময় শোনা গিয়েছিল, অভিনেতার জীবনে তৃতীয় ব্যক্তির উপস্থিতির কারণেই সম্পর্ক ভাঙছে তাদের। তৃতীয় ব্যক্তি হিসেবে নাম উঠে এসেছিল ‘ভটভটি’…

আরও পড়ুন