মারুতি, দীর্ঘদিন ধরে ভারতীয় বাজারে আধিপত্য বিস্তার করে থাকা একটি বিখ্যাত কোম্পানি। কিন্তু তাদের রাজত্বের অবসান ঘটাতে পারে টাটা মোটরসের নতুন অস্ত্র – ন্যানো ইভি। ভারতের বাজারে খুব শীঘ্রই এই নতুন ন্যানো আসতে চলেছে। ভারতের মানুষের কাছে এই নতুন গাড়িটি হতে চলেছে একটা নতুন অভিজ্ঞতার মত। একটা সময়ে এই গাড়িটি ভারতে সবথেকে সস্তা গাড়ি ছিল কিন্তু রতন টাটার এই প্রজেক্ট খুব একটা সফল হয়নি। তবে এবারে টাটা ন্যানো আসতে চলেছে একেবারে নতুন অবতারে। ইলেকট্রিক ভার্সনের এই নতুন গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন এমন কিছু ফিচার যা হয়তো অন্যান্য গাড়িতে আপনারা দেখতে পাবেন না। চলুন তাহলে ন্যানো গাড়িটির ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ন্যানো ইভির বৈশিষ্ট্য:
রেঞ্জ: এক চার্জে ২৫০-২৬০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে এই নতুন টাটা ন্যানো ইলেকট্রিক। এছাড়াও এই গাড়ির ইন্টেরিয়ার অত্যন্ত আকর্ষণীয় এবং বেশ আধুনিক বলা চলে। ২ লক্ষ টাকা বা ৩ লক্ষ টাকার মধ্যে এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন এমন কিছু নতুন বৈশিষ্ট্য যা হয়তো অন্যান্য গাড়িতে সহজে পাওয়া যায় না। বিশেষ করে ইলেকট্রিক গাড়িতে তো এরকম বৈশিষ্ট্য পাওয়া খুবই বিরল। ফলে বলাই যায়, টাটা ন্যানো ইভি ভারতীয় অটোমোবাইল বাজারে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। এই গাড়িটি মারুতির আধিপত্যের অবসান ঘটাতে পারে এবং ইলেকট্রিক যানবাহনের বাজারে প্রসার ঘটাতে পারে।
ন্যানো ইভির প্রভাব:
• মারুতির জন্য প্রতিযোগিতা বৃদ্ধি: ন্যানো ইভি বাজারে এলে মারুতির গাড়িগুলির চাহিদা কমে যেতে পারে।
• ইলেকট্রিক যানবাহনের বাজারে প্রসার: ন্যানো ইভি সাশ্রয়ী মূল্যের হওয়ায় ইলেকট্রিক যানবাহনের বাজারে প্রসার ঘটাতে পারে।
• মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর জন্য সুবিধা: ন্যানো ইভি কিনতে পারবে এই শ্রেণীর মানুষও।
ন্যানো ইভি বাজারে এলে কী প্রভাব ফেলে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। তবে এটা নিশ্চিত যে, এই গাড়িটি ভারতীয় অটোমোবাইল বাজারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।