টেক বার্তা

মাত্র ৭ লাখেই টাটা নিয়ে এলো নতুন ৯ সিটার গাড়ি, সামনে ফিকে হয়ে যাবে ERTIGA, FORCE TRAVELLER

এই নতুন গাড়িটি ভারতের বাজারে দারুন জনপ্রিয়তা পেয়েছে

×
Advertisement

টাটা কোম্পানিটি আজকের দিনে ভারতের সবথেকে জনপ্রিয় গাড়ি নির্মাতা কোম্পানিগুলির মধ্যে একটি। ভ্যানস্টাইলের একাধিক গাড়ি ম্যানুফ্যাকচার করে থাকে এই কোম্পানিটি। তবে, এই ধরনের গাড়ির তালিকায় সব থেকে উপরের দিকে রয়েছে winger গাড়িটির নাম। এই একটি গাড়িতে একসাথে অনেকজন বসে যেতে পারেন। বলতে গেলে এটা ফোর্স মোটরসের ট্রাভেলার গাড়িটির একটা বিকল্প হিসেবে বাজারে উপলব্ধ। বিভিন্ন কোম্পানিতে স্টাফ বাস হিসেবেও এই গাড়িটির ব্যবহার হয়। এই গাড়ির দাম ৭.১৪ লক্ষ টাকা থেকে ১৪.৩৫ লক্ষ টাকার মধ্যে থাকে। তবে বাজারে উপলব্ধ অন্যান্য ভ্যানের তুলনায় কিন্তু কিছুটা অন্যরকম এই টাটা কোম্পানির উইঙ্গার। বলতে গেলে, মারুতি সুজুকি কোম্পানির Ertiga গাড়ির সঙ্গে উইঙ্গার গাড়িটির সব থেকে বেশি প্রতিদ্বন্দ্বিতা চলে। তাই এবারে এই গাড়িকে টেক্কা দিতে একটি নতুন উইঙ্গার বাজারে লঞ্চ করেছে টাটা।

Advertisements
Advertisement

এই নতুন উইঙ্গার গাড়িটিতে আপনারা পেয়ে যাবেন ২.২ লিটারের ইঞ্জিন। এই ইঞ্জিনটি মোট ৯৮ BHP শক্তি উৎপন্ন করতে পারে এবং ১৯০ NM সর্বাধিক টর্ক উৎপন্ন করতে পারে। এই গাড়িতে একটি ৬০ লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। এর ফলে আপনাকে বারবার তেল ভরাতে হবে না। দীর্ঘ যাত্রায় আপনি এই গাড়িটি ব্যবহার করতে পারবেন। এই গাড়িতে রয়েছে দীর্ঘ আসন ক্ষমতা। এই নতুন ৯ সিটার গাড়িটি ভারতের অন্যান্য ভ্যানের তুলনায় অনেকটাই এগিয়ে। সলিড পারফরমেন্স, দারুন স্টেবিলিটি এবং দুর্দান্ত ফিচারের কারণে ৩.৪ স্টার রেটিং পেয়েছে টাটা কোম্পানির winger। প্রশস্ত আসন এবং শক্তিশালী ইঞ্জিনের কারণে বাজারে প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে রয়েছে এই গাড়িটি।

Advertisements

তবে এই গাড়িতে আসনের ভিত্তিতে দামের তফাৎ রয়েছে। মনে করা যাক আপনি উইঙ্গারের সব থেকে ছোট গাড়িটি অর্থাৎ ৯ সিটার গাড়িটি কিনলেন। সে ক্ষেত্রে কিন্তু আপনাকে দাম দিতে হবে ৭.১৪ লক্ষ টাকা। আসন যত বাড়বে, ততো গাড়িটির দাম বাড়বে। আপনি যদি ফোর্স ট্রাভেলার গাড়ির বিকল্প হিসেবে টাটা উইঙ্গার কিনতে চান, তাহলে আপনাকে ১৫ আসনের গাড়িটি কিনতে হবে। তবে এই ১৫ আসনের গাড়ির দাম কিন্তু ১৪.৩৫ লক্ষ টাকা। এছাড়াও মাঝারি আকারের ১২ এবং ১৩ আসনের গাড়িও রয়েছে এই উইঙ্গারের পোর্টফোলিওতে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button