Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

TATA NANO EV: গাড়ির মার্কেটে আসছে বড় চমক, একেবারে নতুন রূপে ফিরছে টাটা ন্যানো

ভারতীয় গাড়ির মার্কেটে টাটা মোটরস একটি অন্যতম জনপ্রিয় কোম্পানি। এই কোম্পানিটি খুব শীঘ্রই গ্রাহকদের জন্য একটি নতুন গাড়ি নিয়ে আসতে চলেছে। তারা নিজেদের আইকনিক টাটা ন্যানো গাড়ি কে আবারো প্রকাশ্যে…

Avatar

ভারতীয় গাড়ির মার্কেটে টাটা মোটরস একটি অন্যতম জনপ্রিয় কোম্পানি। এই কোম্পানিটি খুব শীঘ্রই গ্রাহকদের জন্য একটি নতুন গাড়ি নিয়ে আসতে চলেছে। তারা নিজেদের আইকনিক টাটা ন্যানো গাড়ি কে আবারো প্রকাশ্যে আনতে চলেছে একেবারে নতুন রূপে। সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি হিসেবে এবারে আত্মপ্রকাশ করতে চলেছে টাটা ন্যানো। টাটা মোটরসের এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। আগামী বছরেই হয়তো ভারতের বাজারে এই নতুন গাড়ি আত্মপ্রকাশ করবে। ভারতীয় মার্কেটে লঞ্চ হতে পারে এই গাড়িটির ইলেকট্রিক ভ্যারিয়েন্ট। এর আগেও টাটা মোটরসের একাধিক ইলেকট্রিক গাড়ি মার্কেটে দুরন্ত পারফরম্যান্স করেছে। তবে টাটা ন্যানো হল এমন একটা গাড়ি যা সাধারণ মধ্যবিত্তের কথা চিন্তা করে তৈরি করা হয়েছিল। সেই একই ভাবনা নিয়ে যদি আরো একবার এই গাড়ি মার্কেটে আসে তাহলে কিন্তু ভারতের বাজারে খুব সহজে নিজের জায়গা তৈরি করতে পারবে টাটার এই গাড়িটি।

টাটা ন্যানো হল রতন টাটার মস্তিষ্কপ্রসূত একটি বিশেষ প্রজেক্ট, যেখানে মাত্র ১ লক্ষ টাকার বিনিময়ে এই বিশেষ গাড়ি ভারতের সাধারণ মানুষের জন্য নিয়ে আসা হয়েছিল। এই গাড়ি আনার উদ্দেশ্য ছিল যাতে সাধারণ মধ্যবিত্তরাও গাড়ি চড়তে পারেন। তবে টাটা ন্যানো গাড়িটি ভারতের বাজারে একেবারেই সফল হয়নি। প্রথম দিকে কিছু মানুষজন এই গাড়িটি কিনলেও, পরবর্তীকালে এটা একটা সম্পূর্ণ ফেল প্রজেক্ট হিসেবে গণ্য হতে শুরু করে। অবস্থানগত সমস্যা থেকে শুরু করে ভোক্তাদের পছন্দের বিকাশ, এই সব কারণেই ২০১৮ সালে এই গাড়িটিকে বন্ধ করে দেওয়া হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে ২০২৪ সালে আবারো ভারতীয় অটোমোবাইল ল্যান্ডস্কেপে নতুন করে আত্মপ্রকাশ করতে চলেছে টাটা ন্যানো। এবারে একদম নতুন ইলেকট্রিক মডেল এ আসতে চলেছে টাটা মোটরসের এই গাড়ি। নতুন যুগের জন্য টাটা ন্যানোর এই গাড়িটি কে তৈরি করা হয়েছে। বর্তমানে অধিকাংশ মানুষ ইলেকট্রিক গাড়ির দিকে পা বাড়াতে শুরু করেছেন। সেই কথা চিন্তা করেই এবারে ইলেকট্রিক মডেলে ভারতের বাজারে আসবে Tata Nano। তবে বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, Tata Nano EV এই বাজারে একটা গেম চেঞ্জার হতে চলেছে। এই মুহূর্তে ভারতের ইলেকট্রিক গাড়ির বাজারে খুব একটা বেশি গাড়ি নেই। সেই কারণে এই জায়গায় টাটা ন্যানো ইলেকট্রিক খুব ভালো একটা পছন্দ হতে চলেছে।

এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন একটি ৬২৪ সিসি ক্ষমতা বিশিষ্ট বৈদ্যুতিক মোটর। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন ১৭.১ kWh ক্ষমতা বিশিষ্ট একটি ব্যাটারি প্যাক, যা এই নতুন nano গাড়িকে একবারের চার্জে ৪০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ অফার করবে। এই গাড়ির পরিসীমা হবে বিরাট। যারা বৈদ্যুতিক গাড়ি পছন্দ করেন তাদের এত বড় সুযোগ হাতছাড়া করা উচিত নয়। তবে এই গাড়ির চার্জিং ক্ষমতা সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, কোম্পানির অন্যান্য Tata EV এর মতই দুর্দান্ত হবে এই গাড়িটি।

About Author