Tata Tiago EV: খুব শীঘ্রই বাজারে আসছে সস্তার বৈদ্যুতিক গাড়ি, দাম শুনেই অবাক হচ্ছেন ক্রেতারা

বর্তমান যুগে পেট্রোল ও ডিজেলের দাম আকাশ ছোঁয়া। আর এই মূল্য বৃদ্ধির বাজারে গাড়ি নিয়ে রাস্তায় বেরনোও দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। আর এই পরিস্থিতিতে বৈদ্যুতিক গাড়ির প্রয়োজনীয়তা বাড়ছে দিন দিন। তবে পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির তুলনায় বৈদ্যুতিক গাড়ির দাম অনেকটাই বেশি। তবে এবার সুখবর ক্রেতাদের জন্য। সস্তায় বাজারে বৈদ্যুতিক গাড়ির নতুন মডেল আনতে চলেছে এক সংস্থা। তার দাম থাকবে ১০ লাখেরও নীচে।

জানা গেছে, আগামী বছর বাজারে আসতে চলেছে নতুন বৈদ্যুতিক গাড়ি। গাড়িটি বাজারে আনতে চলেছে ‘রিনল্ট ইন্ডিয়া’। সূত্র মারফত খবর মিলেছে, আগামী বছর রিনল্টের ‘কেডাবলুআইডি ইভি’ লঞ্চ করতে চলেছে ভারতে। উল্লেখ্য, এটি ‘টাটা টিয়াগো ইভি’, ‘সিটরান ইসি ৩’ ও ‘এমজি’ মতো গাড়ির সাথে পাল্লা দিতে পারবে।

‘রিনল্ট কেডাবলুআইডি’ একবার চার্জে দিলেই ৩০০ কিলোমিটার পর্যন্ত একটানা যাওয়া যাবে। ‘কেডাবলুআইডি ইভি’ র ডিজাইন কেডাবলুআইডি-র থেকে আলাদা হবে, তেমনটাই আশা করা হচ্ছে। এই গাড়িতে নতুন ধরনের গ্রিল ও বাম্পার লাইটের সংযোজন থাকবে। এক্ষেত্রে বলাই বাহুল্য এটি ভারতের অন্যতম সস্তা হ্যাচব্যাক গাড়ি হতে চলেছে।

উল্লেখযোগ্য পরিবর্তন:

‘কেডাবলুআইডি ইভি’র জ্বালানি ট্যাঙ্ক সরানো হয়েছে গাড়ির পিছনের দিক থেকে। এছাড়াও সাসপেনশনে আনা হয়েছে পরিবর্তন।

ইউরোপের বাজারে বিক্রি হওয়া ‘কেডাবলুআইডি ইভি’ ২৬.৮ কেডাবলুএইচ ব্যাটারি প্যাক সহ থাকে। এর মোট শক্তি ৪৪ এইচপি। এটি ১২৫ এনএম টর্ক জেনারেট করতে পারে। গাড়ির এই ব্যাটারি ২৯৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেবে। তবে ভারতীয় বাজারে যখন এই গাড়ি লঞ্চ হবে তখন যে এই ধরনের বৈশিষ্ট্য থাকবে না, তা স্পষ্ট। অন্য বৈশিষ্ট্য সহযোগেই এই গাড়ি লঞ্চ হবে ভারতের বাজারে। উল্লেখ্য, নিসান-রিনল্ট নিজেদের অংশীদারিত্বের উপর নির্ভর করে ভারতীয় বাজারে একাধিক নতুন মডেলের গাড়ি আনতে চলেছে আগামী দুই-তিন বছরে মধ্যে। আপাতত ‘কেডাবলুআইডি ইভি’র লঞ্চ নিয়েই ব্যস্ত সংস্থা।