Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Tata Tiago: ৫.৬৫ লক্ষ টাকায় বহু মানুষ কিনছেন এই গাড়ি, পেয়ে যেতে পারেন অসাধারণ সব ফিচার সস্তায়

হ্যাচব্যাক গাড়ি ভারতীয়দের কাছে সবসময়ই বেশ পছন্দের গাড়ি হয়ে থেকেছে। টাটা টিয়াগো মারুটি সুজুকি সুইফট এবং হুন্ডাই আই টোয়েন্টির মতো এমন অনেক গাড়ি আছে যেগুলো কিন্তু ভারতে বেশ জনপ্রিয়। এই…

Avatar

হ্যাচব্যাক গাড়ি ভারতীয়দের কাছে সবসময়ই বেশ পছন্দের গাড়ি হয়ে থেকেছে। টাটা টিয়াগো মারুটি সুজুকি সুইফট এবং হুন্ডাই আই টোয়েন্টির মতো এমন অনেক গাড়ি আছে যেগুলো কিন্তু ভারতে বেশ জনপ্রিয়। এই সেগমেন্টের সবথেকে জনপ্রিয় গাড়ি টাটা টিয়াগো বাজারে ৬ লক্ষ ইউনিট বিক্রির অংক পেরিয়ে গিয়েছে ইতিমধ্যেই। একটি নিউজ ওয়েবসাইট এর প্রকাশিত একটি খবর অনুযায়ী ২০২৪ সালের নভেম্বর মাসের মধ্যে টাটা টিয়াগো এই সংখ্যা অতিক্রম করেছে। আপনাদের জানিয়ে রাখি, অক্টোবর ২০২৪ পর্যন্ত টাটা টিয়াগো ইতিমধ্যেই ৫ লক্ষ ৯০ হাজার মানুষজন কিনে ফেলেছেন। খুব শীঘ্রই এই গাড়িটি ৬ লক্ষের বেশি মানুষ কিনে ফেলবেন বলে মনে করা হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক এই গাড়ির বিক্রয় এবং এর বৈশিষ্ট্যের ব্যাপারে বিস্তারিত।

আপনাদের জানিয়ে রাখি টাটা টিয়াগো গাড়িটি ২০১৬ সালে চালু করা হয়েছিল। সেই বছর মাত্র ১০০০ জন গ্রাহক কিনলেও, পরের বছর অর্থাৎ ২০১৭ থেকে এই গাড়ির ভাগ্য পাল্টাতে শুরু করে। এই বছর মোট ৫৬ হাজার ১৩০ জন গ্রাহক কিনেছিলেন এই গাড়িটি। এরপর ২০১৮ সালে এবং ১৯ সালে প্রায় ৬০ হাজারের কাছাকাছি মানুষজন এই গাড়ি কেনেন। ২০২১ সালে এই সংখ্যাটা ৬০ হাজার অতিক্রম করে। এরপর ২০২৩ সালে ৭৭,৩৯৯ জন গ্রাহক এই গাড়িটি কেনেন। এখনো পর্যন্ত ২০২৪ এ ৫০,৪৭৮ জন গ্রাহক এই গাড়িটি কিনে ফেলেছেন। মনে করা হচ্ছে, ২০২৪-২৫ অর্থ বর্ষ শেষ হওয়ার আগে এই সংখ্যাটা এক লক্ষের মাত্রা অতিক্রম করে যেতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন ৭ ইঞ্চির একটি টাচস্ক্রিন ডিসপ্লে, এন্ড্রয়েড অটো এবং অ্যাপেল কার প্লে ফিচার, স্বয়ংক্রিয় জলবায়ু নিয়ন্ত্রণের মতো বৈশিষ্ট্য রয়েছে এই গাড়িতে। এছাড়াও নিরাপত্তার জন্য রয়েছে গাড়িতে ডুয়াল ফ্রন্ট এয়ার ব্যাগ, পিছনে পার্কিং সেন্সর এবং এবিএস প্রযুক্তির মত কিছু সিস্টেম। এই গাড়িটির দাম শুরু হচ্ছে ৫.৬৫ লক্ষ টাকা থেকে। এটা হচ্ছে এই গাড়ির সবথেকে লো এন্ড ভেরিয়েন্ট। যদি এই গাড়িটির টপ মডেল আপনি কিনতে চান তাহলে এর দাম ৮.৯০ লক্ষ টাকা হতে পারে। এই গাড়িতে আপনারা একটি ১.২ লিটারের পেট্রল ইঞ্জিন পেয়ে যাবেন, যা ৮৬ bhp শক্তি উৎপন্ন করতে পারে এবং ১১৩ nm টর্ক তৈরি করতে পারে। এছাড়াও এই গাড়িতে সিএনজি অপশন দেওয়া হয়েছে। এই গাড়িটিতে আপনারা পেট্রোলে ম্যানুয়াল মডেলে ২০.১ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পেয়ে যাবেন। সিএনজিতে আপনারা পেয়ে যাবেন ম্যানুয়াল মডেলে ২৬.৪৯ কিলোমিটার প্রতি কেজি মাইলেজ।

About Author