ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

৮০ হাজার টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে Tata Tiago EV গাড়িতে, এক লাখ টাকা ডিসকাউন্ট Tigor গাড়িতে

ভারতের বাজারে এই গাড়িটি ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে

Advertisement
Advertisement

ভারতের বাজারে নতুন করে জনপ্রিয়তার শিখরে টাটা কোম্পানির টিয়াগো ইলেকট্রিক ভেহিকেল। বর্তমানে এই গাড়ির উপরে চলছে বাম্পার ডিসকাউন্ট। Tata কোম্পানিটি MY2023, MY2024 এ সমস্ত স্টক এর উপরে দিচ্ছে বাম্পার ডিসকাউন্ট। বিভিন্ন ইনভেন্টরি স্তরের উপর নির্ভর করে এই ডিসকাউন্টের সুবিধা। এই বিস্তৃত অফারের মধ্যে রয়েছে নগদ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস এবং একটি গ্রীন বোনাস যা বৈদ্যুতিক যানবাহনের ক্রেতারাই শুধুমাত্র পেতে পারেন। এই গ্রিন বোনাস দেওয়া হয় শুধুমাত্র ইলেকট্রিক গাড়ির বাজারকে আরো প্রমোট করার জন্য। এই মুহূর্তে এই গাড়ির উপরে গ্রাহকরা পেয়ে যাচ্ছেন প্রায় ৩৫ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট। সবমিলিয়ে বলতে গেলে, এই ডিসকাউন্ট অফার যদি আপনি গ্রহণ করেন তাহলে অত্যন্ত কম দামে আপনারা কিনে ফেলতে পারবেন টাটা কোম্পানির এই নতুন গাড়ি।

Advertisement
Advertisement

MY2024 Tiago EV এর জন্য গ্রাহকরা পেয়ে যেতে পারেন মোট ৩৫ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট, ১৫ হাজার টাকার এক্সচেঞ্জ করা আছে এবং ২০ হাজার টাকার গ্রিন বোনাস। ডিসকাউন্ট অফার প্রতিটি ভেরিয়েন্ট এর জন্য প্রযোজ্য। অন্যদিকে, পুরনো টাটা টিয়াগো ইভি মডেলে ৮০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে। এর মধ্যে ১৫ হাজার টাকা এক্সচেঞ্জ বোনাস এবং ৬৫ হাজার টাকা গ্রিন বোনাস পাওয়া যাচ্ছে। এমজি কমেট, সিত্র ইলেকট্রিক গাড়িগুলির সঙ্গে ক্রমাগত প্রতিযোগিতা করার জন্য এখন নতুন নতুন অফার নিয়ে আসছে টাটা। সেই কারণেই নতুন করে বাজারে আনা হচ্ছে টিয়াগো ইভি। এই গাড়িটির দাম রাখা হয়েছে ৮.৬৯ লক্ষ টাকা থেকে ১২.৪ লক্ষ টাকার মধ্যে।

Advertisement

টাটা টিয়াগো ইভি গাড়িতে আপনারা মিডিয়াম রেঞ্জ এবং লং রেঞ্জ ব্যাটারি অপশন পেয়ে যাচ্ছেন। মিডিয়াম রেঞ্জ মডেলটি কিনলে আপনি একটি ১৯ কিলোওয়াট ঘন্টা ব্যাটারী পেয়ে যাবেন। এই ব্যাটারি আপনাকে ২৫০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ প্রদান করবে। এই গাড়িতে একটি বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হচ্ছে যেটি ৬১ হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে। পাশাপাশি ১১০ নিউটন মিটার সর্বাধিক টর্ক তৈরি করতে পারে এই মোটর। অন্যদিকে যদি আপনি লং রেঞ্জ গাড়িটি কেনেন তাহলে আপনি পেয়ে যাবেন ২৪ কিলোওয়াট ঘন্টার একটি ব্যাটারি। এই ব্যাটারি আপনাকে ৩১৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। এই গাড়িটির মোটর ৭৪ হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে এবং তার সাথেই ১১৪ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে।

Advertisement
Advertisement

অন্যদিকে টাটা মোটরস তাদের নতুন টিগর ইভি গাড়িতেও দিচ্ছে, দারুন ডিসকাউন্ট। এই গাড়িতে টিয়াগোর থেকেও বেশি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে এই গাড়িতে পাওয়া যাচ্ছে মোট ১.০৫ লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। এর মধ্যে ৭৫ হাজার টাকা ফ্লাট ডিসকাউন্ট এবং ৩০ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস রয়েছে। এই ছাড় বর্তমানে পুরনো মডেলের উপরে চলছে। মাস পর্যন্ত যে সমস্ত মডেল তৈরি করা হয়েছিল, সেই সমস্ত মডেলের উপরে রয়েছে ডিসকাউন্ট। অন্যদিকে ২০২৩ সালে তৈরি করা সমস্ত মডেলের উপরে রয়েছে এই একি ডিসকাউন্ট।

আপনি যদি টাটা কোম্পানির এই টিগর ইভি তাহলে আপনারা পেয়ে যাবেন একটি ২৬ কিলোওয়াট ঘন্টা ক্ষমতার ব্যাটারি। এই ব্যাটারি আপনাকে ৩১৫ কিলোমিটার রেঞ্জ দিতে পারে। এই গাড়িতে যে মোটর ব্যবহার করা হয়েছে সেটি ৭৫ হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে, তার সাথেই ১৭০ নিউটন মিটার তৈরি করে। এই গাড়িটির দাম রাখা হয়েছে ১২.৪৯ লক্ষ টাকা থেকে ১৩.৭৫ লক্ষ টাকার মধ্যে। এই গাড়িটির রেঞ্জ অনেকটা বেশি এবং সেই কারণে এই গাড়িটি মূলত ক্যাব হিসেবে বেশি ব্যবহার করা হয়। লুক্সের দিক থেকে হয়তো ততটা ভালো না হলেও, যদি ক্য়াব হিসেবে ব্যবহার করতে হয় অথবা কোন দীর্ঘ দূরত্ব যাবার ক্ষেত্রে ব্যবহার করতে হয়, তাহলে কিন্তু এটা আপনার প্রথম পছন্দ হতেই পারে।

Advertisement

Related Articles

Back to top button