ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

GOOGLE PAY ও PHONE PAY এর ব্যবসা বন্ধ করতে আসছে TATA PAY, আরবিআই জারি করল লাইসেন্স

টাটা গ্রুপ এই মুহূর্তে ডিজিটাল ব্যবসায় নতুন করে নাম লেখাতে চলেছে

Advertisement
Advertisement

আজকের দিনে ভারতে সবথেকে বেশি যে ধরনের পেমেন্ট ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম হলো ইউপিআই। এই ধরনের পেমেন্ট করতে একটি বিশেষ অ্যাপের প্রয়োজন হয় আজকের দিনে google pay, PHONEPE এবং আরো অনেক ইউপিআই অ্যাপ ভারতে উপলব্ধ রয়েছে। আর এবারে এই মার্কেটে নতুন করে যুক্ত হতে চলেছে টাটা গ্রুপ। টাটা গ্রুপে এবারে অনলাইন পেমেন্টের জগতে তাদের নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ করতে চলেছে। ১ জানুয়ারি ভারতীয় রিজার্ভ ব্যাংক থেকে এগ্রিগেটর লাইসেন্স পেয়ে গিয়েছে টাটা গ্রুপ। খুব শীঘ্রই আমরা টাটা ডিজিটাল এর অংশ হিসেবে দেখতে পেতে চলেছি একটি নতুন অ্যাপ, TATA PAY।

Advertisement
Advertisement

দু’বছর আগে ২০২২ সালে টাটা গ্রুপ প্রথমবারের মতো তার পেমেন্ট এপ্লিকেশন চালু করেছিল। এখনো অব্দি সংস্থাটি শুধুমাত্র আইসিআইসিআই ব্যাংকের সাথে অংশীদারীত্বে ইউপিআই এর মাধ্যমে অর্থ প্রদান করে থাকে। তবে এবার থেকে এই সংস্থাটি প্রযুক্তিগত ক্ষেত্রে নতুন পরিবর্তন নিয়ে আসতে চলেছে। এটি হতে চলেছে টাটা গ্রুপের দ্বিতীয় পেমেন্ট ব্যবসা। ভারতে হোয়াইট লেভেল এটিএম পরিচালনার লাইসেন্স এই মুহূর্তে রয়েছে টাটা গ্রুপের কাছে। টাটা গ্রুপের এই ব্যবসার নাম হলো indicash। তবে এবারে যে লাইসেন্স পাওয়া গেছে, তাতে কিন্তু ভারতের অন্যান্য পরিচিত ইউপিআই অ্যাপ্লিকেশনগুলির ঘুম উড়ে যাবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

রিজার্ভ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী, আগে টাটা গ্রুপ কিন্তু প্রিপেড পেমেন্ট ব্যবসায় ছিল। কিন্তু ভালো সাড়া পায়নি সেই ব্যবসা। তাই এবার এই ডিজিটাল পেমেন্ট ব্যবসাতে নাম লেখাতে চলেছে টাটা গ্রুপ। পেমেন্ট এগ্র্রিগেটর লাইসেন্স এর মাধ্যমে টাটা গ্রুপ সমস্ত ই-কমার্স লেনদেন করতে পারবে এবার থেকে। সাবসিডিয়ারি সংস্থাগুলির সাথে টাটা গ্রুপ কিন্তু ফান্ড পরিচালনার ক্ষেত্রে বেশ সাহায্য করবে। পাশাপাশি google pay এবং অন্যান্য ইউপিআই অ্যাপ্লিকেশন গুলির সাথে সরাসরি টক্কর দেবে এই TATA PAY

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button