Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দূর্গা পূজার আগে কর্মচারীদের জন্য দারুন খবর, অক্টোবরে তাদের একাউন্টে আসবে ৫৮ হাজার টাকা

পুজোর আগে আবারো কর্মচারীদের জন্য একটা দারুন খবর। এবারে কর্মচারীদের স্থায়ী করার কাজ শুরু করেছে বেসরকারি বিভিন্ন সংস্থা। এর সাথেই তাদেরকে বোনাসের সুবিধাও দিচ্ছে হাজার হাজার কোম্পানি। দুর্গা পুজোর আগে…

Avatar

পুজোর আগে আবারো কর্মচারীদের জন্য একটা দারুন খবর। এবারে কর্মচারীদের স্থায়ী করার কাজ শুরু করেছে বেসরকারি বিভিন্ন সংস্থা। এর সাথেই তাদেরকে বোনাসের সুবিধাও দিচ্ছে হাজার হাজার কোম্পানি। দুর্গা পুজোর আগে এই দারুন খবরে রীতিমতো উৎফুল্ল সবাই। ইতিমধ্যেই টাটা মোটরস তাদের ৩৫৫ জন কর্মচারীদের স্থায়ীকরণের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। কোম্পানির ইতিহাসে প্রথমবারের মতো ৩৫৫ জন কর্মচারী একসাথে স্থায়ী হবেন। কর্মচারীদের ১০.০১ বোনাস দেওয়া হবে বলেও জানিয়েছে কোম্পানি। সর্বনিম্ন ৪৩ হাজার টাকা এবং সর্বোচ্চ ৫৮ হাজার টাকা বোনাস দেওয়া হবে তাদেরকে। বোনাসের পরিমাণ চলতি মাসের বেতনের সঙ্গে কর্মীদের একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

টাটা মোটরস এবং ইউনিয়নের ব্যবস্থাপনার মধ্যে এই চুক্তি স্বাক্ষরের সাথে কর্মীদের স্থায়ীকরণের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। করোনার সময় ২২১ জন কর্মচারীকে স্থায়ী করা হয়েছিল। এছাড়াও সেই সময় ৩৫৫ জন কর্মচারীদের স্থায়ী করার জন্য প্রস্তাবনা হয়েছিল। তাদেরকে ১০ শতাংশ বোনাস দেবার ঘোষণা করেছিল কোম্পানি। রবিবার এই চুক্তি সই করার কথা থাকলেও কোনো কারণে এটি স্থগিত করা হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দূর্গা পূজার আগে শ্রমিক ইউনিয়নের প্রাক্তন সাধারণ সম্পাদক গোপেশ্বর বাবু এই বিষয়টি শুরু করেছিলেন। এখনো পর্যন্ত ৫৬০০ জন কর্মচারীকে স্থায়ীকরণের প্রক্রিয়া করেছে টাটা মোটর। এই উপলক্ষে ইউনিয়নের সাধারণ সম্পাদক আর কে সিং বলেছেন, ইউনিয়নের সব থেকে বড় অর্জন হল আরো ৩৫৫ জন অস্থায়ী কর্মচারীকে স্থায়ী করা। এছাড়াও কর্মচারীরা পেয়ে যাবেন দশ শতাংশ বোনাস। সেটাও ইউনিয়নের জন্য একটা বড় উপহার।

About Author