Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Tata Tiago: ৫.৬৫ লক্ষ টাকা মূল্যের এই দুর্দান্ত গাড়িটিতে পেয়ে যান ১ লক্ষ টাকার থেকেও বেশি ডিসকাউন্ট, জানুন বিস্তারিত

আমি যদি আর কয়েক দিনের মধ্যে একটি নতুন হ্যাচব্যক গাড়ি কিনতে চান তাহলে আপনার জন্য রয়েছে একটা সুখবর। এবারে টাটা মোটরস নভেম্বর মাসে তার জনপ্রিয় গাড়ি টাটা টিয়াগোর উপরে বাম্পার…

Avatar

আমি যদি আর কয়েক দিনের মধ্যে একটি নতুন হ্যাচব্যক গাড়ি কিনতে চান তাহলে আপনার জন্য রয়েছে একটা সুখবর। এবারে টাটা মোটরস নভেম্বর মাসে তার জনপ্রিয় গাড়ি টাটা টিয়াগোর উপরে বাম্পার ডিস্কাউন্ট দিতে শুরু করেছে। অটো কার ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, গ্রাহকরা নভেম্বর ২০২৪ – এ টাটা টিয়াগো গাড়িতে ১ লক্ষ টাকার বেশি সেভ করার সুযোগ পেয়ে যাবেন। ডিসকাউন্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে গ্রাহকরা তাদের নিকটস্থ ডিলারশিপের সাথে যোগাযোগ করতে পারেন। টাটা টিয়াগর বৈশিষ্ট্য পাওয়ার ট্রেন এবং দাম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক

আপনাদের জানিয়ে রাখি, এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন একটি সাত ইঞ্চি ডিসপ্লে যেখানে আপনারা সমস্ত বিনোদন চালাতে পারবেন, রয়েছে এন্ড্রয়েড অটো, অ্যাপেল কার প্লে সাপোর্ট, ৮টি স্পিকারের সাউন্ড সিস্টেম এবং স্বয়ংক্রিয় জলবায়ু নিয়ন্ত্রণের মতো বেশ কিছু বৈশিষ্ট্য। এছাড়াও নিরাপত্তার জন্য গাড়িতে ডুয়াল ফ্রন্ট এয়ার ব্যগ, পিছনের পার্কিং সেন্সর এবং এবিএস প্রযুক্তির মত বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। টাটা টিয়াগো বাজার প্রতিযোগিতা করছে মারুতি সুজুকি সেলেরিও, ওয়াগন আর গাড়ির সঙ্গে। এই গাড়ির প্রারম্ভিক এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে মাত্র ৫.৬৫ লক্ষ টাকা থেকে এবং টপ মডেলের দাম ৮.৯০ লক্ষ টাকা হতে চলেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই গাড়ির পাওয়ার ট্রেনের ব্যাপারে বলতে গেলে এখানে আপনারা পেয়ে যাবেন একটি ১.২ লিটারের পেট্রল ইঞ্জিন যা সর্বোচ্চ ৮৬ bhp শক্তি এবং ১১৩ এনএম সর্বাধিক টর্ক তৈরি করতে পারে। এছাড়াও গাড়িতে একটি সিএনজি বিকল্প দেওয়া হয়েছে। এই গাড়ির দুটি ইঞ্জিন ৫ স্পীড ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয় গিয়ার বক্সের সাথে যুক্ত। এই গাড়িতে আপনারা পেট্রোল ভেরিয়েন্টে ২০.১ কিলোমিটার প্রতি ঘন্টা মাইলেজ পেয়ে যাবেন, পেট্রোল অটোমেটিক ভেরিয়েন্টে পেয়ে যাবেন ১৯.৪৩ কিলোমিটার প্রতি ঘন্টা মাইলেজ, সিএনজি ম্যানুয়ালে পেয়ে যাবেন ২৬.৪৯ কিলোমিটার প্রতি ঘন্টা মাইলেজ এবং সিএনজি অটোমেটিক ভেরিয়েন্টে পেয়ে যাবেন ২৮.০৬ কিলোমিটার প্রতি ঘন্টা মাইলেজ।

About Author