- ভারতের সবথেকে বড় গাড়ি নির্মাতা কোম্পানি টাটা মোটরস সম্প্রতি আরও একটি নতুন গাড়ি নিয়ে আসতে চলেছে মধ্যবিত্তদের জন্য। এই গাড়িটি পেট্রোল কিংবা ডিজেল এ চলবে না বরং চলবে বিদ্যুতে এবং এর ফলে আপনার খরচ অনেকটা কমে যাবে। আপনাদের জানিয়ে রাখি আমরা যে গাড়িটির ব্যাপারে কথা বলতে চলেছি, সেটা হলো টাটা ন্যানো ইলেকট্রিক। যারা ২৫ থেকে ৩০ হাজার টাকা বেতন পান তারাও কিন্তু এই গাড়িটা খুব সহজেই কিনতে পারবেন কারণ এই গাড়িতে খুব সস্তায় আপনাকে যাত্রা করার সুবিধা দেওয়া হবে। টাটা মোটরস তাদের পুরনো গাড়ি ন্যানোকে একটি নতুন অবদানে লঞ্চ করার জন্য এই নতুন ভেরিয়েন্ট এর কথা চিন্তা করেছে।
কি কি ফিচার থাকবে গাড়িতে?
আপনাদের জানিয়ে রাখি এই নতুন গাড়িটি আপনারা দুটি ভেরিয়েন্টে পাবেন। প্রথমটি হলো পেট্রোল প্লাস সিএনজি ভেরিয়েন্ট এবং দ্বিতীয়টি হল সম্পূর্ণ বৈদ্যুতিক। রিপোর্ট অনুযায়ী এই নতুন গাড়ির লুক অত্যন্ত আকর্ষণীয় হবে। টাটা ন্যানো ইলেকট্রিক গাড়িটি হতে চলেছে একটি কম্প্যাক্ট গাড়ি। এতে দারুণ গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকবে ১৮০মিমি এর। এর ফলে আপনি সহজেই ভারতের রাস্তায় এই গাড়ি চালাতে পারবেন। এই গাড়িটি চারসিটার হবে অর্থাৎ চারজন মানুষ এই গাড়িতে বসতে পারবেন।
জানুন রেঞ্জ এবং দাম
টাটা ন্যানো ইলেকট্রিক গাড়িটি একবার চার্জ দিলে ৩০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে আপনাকে। এই গাড়িতে ১৭ কিলোওয়াট ঘন্টা ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। অর্থাৎ একবার চার্জ দিলে আপনি অনেকটা দূর যেতে পারবেন খুব সহজে। এই গাড়িটি শূন্য থেকে ১০ সেকেন্ডে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতি ধরতে পারবে। নিরাপত্তার দিক থেকে খুবই ভালো হবে এই গাড়িটি। এই গাড়িতে আপনারা এন্টিলক ব্রেকিং সিস্টেমের মত ফিচার পেয়ে যাবেন যেগুলো এখনকার দিনের দামি গাড়িতে থাকে। ৩.৫ লক্ষ থেকে ৫ লক্ষ টাকার মধ্যে এই গাড়ির দাম হবে বলে মনে করা হচ্ছে। আপনি বাড়িতেই কিন্তু এই গাড়ি চার্জ দিতে পারবেন। ফলে পেট্রোলের খরচা একেবারেই নেই।