Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এক চার্জে ৭২ ঘণ্টা বিদ্যুৎ! টাটার নতুন ইনভার্টার-ব্যাটারি কম্বো মাত্র ১৫ হাজারে

বিদ্যুৎ চলে গেলে বাড়িতে হাহাকার—এ ছবি আর নিত্যসঙ্গী নাও হতে পারে। টাটা এবার বাজারে আনছে এমন এক ইনভার্টার-ব্যাটারি কম্বো, যা একবার চার্জে ঘন্টার পর ঘন্টা আলোকসজ্জা, পাখা, টিভি এমনকি কুলার…

Avatar

বিদ্যুৎ চলে গেলে বাড়িতে হাহাকার—এ ছবি আর নিত্যসঙ্গী নাও হতে পারে। টাটা এবার বাজারে আনছে এমন এক ইনভার্টার-ব্যাটারি কম্বো, যা একবার চার্জে ঘন্টার পর ঘন্টা আলোকসজ্জা, পাখা, টিভি এমনকি কুলার চালাতে সক্ষম। সাশ্রয়ী মূল্যে এই নতুন পণ্য ভারতের সাধারণ মানুষের কাছে অনেকটাই আশার আলো জাগাচ্ছে।

ইনভার্টারের বৈশিষ্ট্য

টাটার ইনভার্টার হবে 1 kV ক্ষমতার। এতে থাকবে ইন্টেলিজেন্ট কন্ট্রোল সিস্টেম, যার মধ্যে থাকছে ওভারলোড প্রোটেকশন, শর্ট সার্কিট প্রোটেকশন, ব্যাটারি ডীপ ডিসচার্জ সেফটি, ওভার চার্জ প্রোটেকশন এবং ফাস্ট চার্জিং-এর সুবিধা। বাজারে এর সম্ভাব্য দাম ধরা হয়েছে 3,000 থেকে 5,000 টাকার মধ্যে।

ব্যাটারির ক্ষমতা ও দাম

নতুন ব্যাটারিটি হবে 150Ah ক্ষমতার, যা একবার চার্জে 23 থেকে 24 ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে। শুধুমাত্র আলো ব্যবহার করলে ব্যাটারি টানা দুই দিন চলবে। আবার ফ্যান ও লাইট একসঙ্গে ব্যবহার করলে কমপক্ষে 12 ঘণ্টা ব্যাকআপ পাওয়া যাবে। টিভি বা কুলার যুক্ত করলে 3 থেকে 4 ঘণ্টা পর্যন্ত চলতে সক্ষম। এই ব্যাটারির দাম রাখা হয়েছে 8,000 থেকে 9,000 টাকার মধ্যে। সঙ্গে থাকছে ৩৬ মাসের ওয়ারেন্টি।

কম্বো অফারের সুবিধা

গ্রাহকরা চাইলে ইনভার্টার ও ব্যাটারি একসঙ্গে কিনতে পারবেন। এই কম্বো প্রাইস পড়বে প্রায় 15,000 থেকে 20,000 টাকার মধ্যে। অনলাইনে অ্যামাজন বা ফ্লিপকার্টের মতো ই-কমার্স প্ল্যাটফর্মে কেনাকাটা করলে পাওয়া যেতে পারে **৩০% থেকে ৪০% পর্যন্ত ছাড়**। এছাড়াও তিন মাসের ফাইন্যান্স প্ল্যানে প্রতি কিস্তি পড়বে আনুমানিক 6,000 থেকে 7,000 টাকা।

কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন?

বিশেষজ্ঞদের মতে, গ্রামীণ ও ছোট শহরের পরিবারগুলির জন্য এই ইনভার্টার-ব্যাটারি বিশেষ উপকারী হতে পারে। দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাটের সময়ে আলো, পাখা কিংবা প্রয়োজনীয় গৃহস্থালির জিনিস সচল রাখতে এই সমাধান সাশ্রয়ী এবং কার্যকরী।
About Author