টেক বার্তা

নতুন মডেলে Tata Sumo লঞ্চ করছে Tata কোম্পানি, কবে লঞ্চ হবে ও দাম কত?

Tata কোম্পানির বিল্ড কোয়ালিটি ও সেইসাথে কোম্পানির রিলায়েবিলিটি সকলের মন জয় করে

×
Advertisement

ভারতীয় বাজারে আজকাল একাধিক কোম্পানি দুর্দান্ত সব গাড়ি লঞ্চ করছে। সবচেয়ে বেশি বিক্রির পরিসংখ্যান দেখলে এগিয়ে রয়েছে মারুতি সুজুকি ব্র্যান্ড। তবে দেশীয় কোম্পানি হিসেবে সম্প্রতি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে অভূতপূর্ব উন্নতি করেছে টাটা মোটরস। এই কোম্পানির একাধিক গাড়ি আজকাল যুব সমাজের প্রথম পছন্দ। হ্যাচব্যাক থেকে শুরু করে এসইউভি বিভিন্ন সেগমেন্টে এই কোম্পানি সাধ্যের মধ্যে গাড়ি লঞ্চ করার প্রবণতা দেখাচ্ছে। এবার জানা যাচ্ছে এই কোম্পানি তাদের লেজেন্ডারি গাড়ি Tata Sumo সম্পূর্ণ নতুন রূপে লঞ্চ করতে চলেছে।

Advertisements
Advertisement

জানা যাচ্ছে দেশীয় কোম্পানি টাটা তাদের অন্যতম জনপ্রিয় এক গাড়ি টাটা সুমোকে সম্পূর্ণ নতুন রূপে লঞ্চ করবে। আসলে আজকাল সকলের মনে জায়গা করে নিচ্ছে Tata কোম্পানি। টাটা কোম্পানির বিল্ড কোয়ালিটি ও সেইসাথে কোম্পানির রিলায়েবিলিটি সকলের মন জয় করে। পুরানো সময়ে টাটা সুমো, অন্যতম সেরা বিক্রেতা গাড়ি ছিল যেটি তখনকার মানুষের প্রিয় গাড়িগুলির মধ্যে একটি ছিল। এবার নতুন রূপে টাটা গাড়ি লঞ্চ করলে তা যে ব্যাপক জনপ্রিয় হবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই।

Advertisements

টাটা কোম্পানি ইতিমধ্যেই তাদের গাড়ি টাটা সুমোতে খুব ভাল ইঞ্জিন দেয়। সেই সাথে, যখন টাটা সুমোর নতুন ভেরিয়েন্ট লঞ্চ হচ্ছে, তখন এর ইঞ্জিনও আপগ্রেড করা হয়েছে। আপনাকে বলে রাখি যে Tata Sumo এর নতুন সংস্করণে, আপনাকে একটি খুব শক্তিশালী ২৯৩৬ সিসির ইঞ্জিন দেওয়া হবে। এই ইঞ্জিন খুব ভালো পাওয়ার ও টর্ক প্রদান করবে। এছাড়াও আপনি শুনলে অবাক হবেন যে এই গাড়িতে থাকবে অত্যাধুনিক ADAS টেকনোলজি। এছাড়াও এতে থাকবে অটো এসি, ব্লুটুথ কানেকশান ইত্যাদি।

Advertisements
Advertisement

তবে প্রশ্ন এই গাড়ির দাম কত? টাটা কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে প্রাথমিক পর্যায়ে টাটা সুমোর দাম ৬.৫ লক্ষ টাকা রাখা হয়েছিল, তবে সংস্করণ আপডেট করার পরে, এটির দাম পড়বে ১০ লক্ষ টাকা পর্যন্ত। তবে এই গাড়ি কবে লঞ্চ করবে, তা কোম্পানির পক্ষ থেকে জানানো হয়নি।

Related Articles

Back to top button