দেশনিউজ

করোনা মোকাবিলায় দেশে চারটি হাসপাতালের দায়িত্ব নিলো TATA

Advertisement
Advertisement

করোনার রোগীদের চিকিৎসার জন্য চারটি সরকারি হাসপাতালের দায়িত্ব নিচ্ছে টাটা ট্রাস্ট। বৃহস্পতিবার এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। চারটি হাসপাতালের দুটি উত্তরপ্রদেশে ও দুটি মহারাষ্ট্রের। মহারাষ্ট্রের দুটি হাসপাতালের একটি সংলিতে এবং তা ৫০ টি শয্যাবিশিষ্ট ও দ্বিতীয়টি বুলধনাতে ১০৬ শয্যাবিশিষ্ট। উত্তরপ্রদেশের দুটি হাসপাতালের একটি গোন্ডাতে ১০৬ টি শয্যাবিশিষ্ট ও গৌতম বুদ্ধ নগরে ১৬৮ শয্যাবিশিষ্ট।

Advertisement
Advertisement

টাটা ট্রাস্টের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ই জুনের মধ্যে হাসপাতাল গুলি চালু করা হবে। হাসপাতালগুলির সমস্ত আপডেট দিয়ে দেওয়া হবে। পরবর্তীতে হাসপাতাল চত্বরের আশেপাশে স্থায়ীভাবে স্বাস্থ্যের উন্নতির দিকে লক্ষ্য রাখা হবে। আউট পেশেন্ট ও ইন পেশেন্টের সমস্ত রকম সুবিধার ব্যবস্থা করা হবে।

Advertisement

করোনা রোগীদের চিকিৎসার জন্য যে চারটি হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে সেখানে থাকবে বেসিক প্যাথলজি, জরুরি পরিষেবা, অপারেশন সেন্টার, রেডিওলজি ব্যবস্থা, রক্ত সংরক্ষণ, টেলি মেডিসিনের ব্যবস্থা এইসমস্ত সুবিধাগুলি। করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেশে টাটা সংস্থার চেয়ারম্যান রতন টাটা ও টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস দুজনেই ইতিমধ্যে মোট ৫০০ কোটি ও ১০০০ কোটি ১৫০০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। এছাড়া রতন টাটা আরও জানান, করোনার সংক্রমণ বেড়ে চলেছে অহরহ। আর তাই করোনায় সংক্রমিত রোগীর জন্য টাটা কোম্পানির তরফ থেকে দেশে এই চারটি হাসপাতালের বন্দোবস্ত করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button