Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

TATA-র এই গাড়ির সামনে Maruti-ও ফেল, বিনোদনের সঙ্গে সেফটির ফুল গ্যারেন্টি

মারুতি সুজুকি বালেনো দেশের সর্বাধিক বিক্রিত গাড়িগুলির মধ্যে একটি। সাশ্রয়ী মূল্য, স্টাইলিশ লুক এবং চমৎকার মাইলেজের জন্য এটি বেশ পছন্দ করা হয়। কিন্তু সুজুকি বালেনোকে এই বাজেটে টেক্কা দেওয়ার জন্য…

Avatar

মারুতি সুজুকি বালেনো দেশের সর্বাধিক বিক্রিত গাড়িগুলির মধ্যে একটি। সাশ্রয়ী মূল্য, স্টাইলিশ লুক এবং চমৎকার মাইলেজের জন্য এটি বেশ পছন্দ করা হয়। কিন্তু সুজুকি বালেনোকে এই বাজেটে টেক্কা দেওয়ার জন্য আরও একটা গাড়ি ভারতে রয়েছে। যার সিএনজি ভার্সন রয়েছে বাজারে। নিরাপত্তার দিক থেকে এই গাড়িটি ৫ স্টার রেটিং নিয়ে আসে। এর দামও বেশি নয়।আমরা টাটা আলট্রোজ সিএনজি সম্পর্কে কথা বলছি। এই প্রিমিয়াম হ্যাচব্যাকের সিএনজি অবতারটি ৭.৫৫ লক্ষ টাকা থেকে শুরু হয় এবং শীর্ষ মডেলের দাম ১০.৫৫ লক্ষ টাকা পর্যন্ত যায়। টাটা অল্টরোজ সিএনজি হ্যাচব্যাকটি ডিজাইনের দিক থেকে পেট্রল মডেলের মতো অনেকটা দেখতে। একইরকম বলা চলে। এতে শুধু ‘আইসিএনএনজি’ ব্যাজিং এক্সট্রা দেওয়া হয়েছে। এ ছাড়া এতে দুটি সিএনজি ট্যাংক দিয়েছে কোম্পানি, যেগুলো বুটে রাখা হয়েছে। এর সুবিধা হলো সিএনজি সংস্করণেও আপনি প্রচুর বুট স্পেস পাবেন।Altroz vs Balenoটাটার এই গাড়িতে রয়েছে ৩৪৫ লিটার বুট স্পেস। রয়েছে ১.২ লিটার রেভোট্রন বাই ফুয়েল ইঞ্জিন। পেট্রল মোডে, এই ইঞ্জিনটি 88 পিএস পাওয়ার এবং ১১৫ এনএম পিক পাওয়ার এবং টর্ক উৎপন্ন করে। সিএনজি মোডে এই ইঞ্জিনটি ৭৩.৫ পিএস পাওয়ার এবং ১০৩ এনএম টর্ক উৎপন্ন করে।এই গাড়িটিতে ভয়েস অ্যাসিস্টেড বৈদ্যুতিক সানরুফও রয়েছে। এ ছাড়া এর সিকিউরিটি ফিচারেরও কোনো কমতি নেই। এতে ফুয়েল লিডে একটি মাইক্রো সুইচ রয়েছে যা সিএনজি ভর্তি করার সময় গাড়ির ইগনিশন বন্ধ করে দেয়। এছাড়াও রয়েছে ছয়টি এয়ারব্যাগ, ইবিডি সহ এবিএস এবং ছয়টি এয়ারব্যাগ।
About Author