Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Tata Group কি দুর্ঘটনায় নিহতদের পরিবারকে তাদের নিজস্ব পকেট থেকে ২৪২ কোটি টাকা দেবে? জানুন

আহমেদাবাদ বিমানবন্দরের আকাশে কয়েক মুহূর্তের মধ্যেই মৃত্যু নামল ২৪১ জন যাত্রীর জীবনে। ভারতের ইতিহাসে অন্যতম হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায়, আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই…

Avatar

আহমেদাবাদ বিমানবন্দরের আকাশে কয়েক মুহূর্তের মধ্যেই মৃত্যু নামল ২৪১ জন যাত্রীর জীবনে। ভারতের ইতিহাসে অন্যতম হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায়, আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। প্রাণে বেঁচে যান মাত্র একজন।

এই মর্মান্তিক ঘটনার পর টাটা গোষ্ঠী, যারা বর্তমানে এয়ার ইন্ডিয়ার মালিক, দ্রুত ঘোষণা করেছে একাধিক মানবিক সহায়তা উদ্যোগ। প্রত্যেক নিহত যাত্রীর পরিবারকে দেওয়া হবে ১ কোটি টাকার ক্ষতিপূরণ। আহত যাত্রীদের চিকিৎসার সমস্ত খরচও বহন করবে টাটা গোষ্ঠী। একই সঙ্গে বিমানটি যেখানে আঘাত করেছিল, সেই বিখ্যাত BJ মেডিকেল কলেজ হোস্টেল পুনর্গঠনের দায়িত্বও নিয়েছে সংস্থাটি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কী ঘটেছিল সেই দিন?

৯ জুন দুপুর ১টা ৩৯ মিনিট নাগাদ উড়ান AI-171 আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকের উদ্দেশে ছেড়ে যায়। বোর্ডে ছিলেন মোট ২৪২ জন — ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু সদস্য। উড্ডয়নের পরেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। গোটা বিমানের শুধু একজন যাত্রীই প্রাণে বাঁচেন।

বিমানের বিমা ও আইনগত প্রক্রিয়া

আন্তর্জাতিক মন্ট্রিয়াল কনভেনশন অনুসারে, নিহত যাত্রীদের জন্য ক্ষতিপূরণের ন্যূনতম পরিমাণ হল প্রায় ১.৪ কোটি টাকা (১২৮,৮২১ SDR)। যদিও টাটা গোষ্ঠী আগেভাগেই ঘোষণা করেছে ১ কোটি টাকার অনুদান। এয়ার ইন্ডিয়ার বিমানের বহর রয়েছে প্রায় ২০ বিলিয়ন ডলারের বিমা আওতায়, যার প্রিমিয়াম প্রায় ৩০ মিলিয়ন ডলার। বিমা সংস্থাগুলির মধ্যে রয়েছে টাটা AIG, নিউ ইন্ডিয়া অ্যাশিওরেন্স, এবং আন্তর্জাতিক রিইনসুরার সংস্থাগুলি যেমন AIG London, Allianz, AXA ও GIC Re।

যাত্রীদের ক্ষতিপূরণ দাবি ছাড়িয়ে যেতে পারে ৫০০ মিলিয়ন ডলারের বেশি। বিমানের ‘হাল’ বিমার পরিমাণ ধরা হয়েছে ২০০ থেকে ৩০০ মিলিয়ন ডলারের মধ্যে।

প্রশ্নোত্তর (FAQ):

১. কতজন যাত্রী ছিলেন এই বিমানে?
২৪২ জন – এর মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ছিলেন।

২. এই দুর্ঘটনায় কতজন বেঁচে গেছেন?
শুধু একজন যাত্রীই প্রাণে বেঁচে গেছেন।

৩. টাটা গোষ্ঠী কী ক্ষতিপূরণ ঘোষণা করেছে?
প্রত্যেক নিহতের পরিবারের জন্য ₹১ কোটি এবং আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার।

৪. বিমানের বিমা কভারেজ কত?
এয়ার ইন্ডিয়ার বিমানের মোট বিমা কভারেজ প্রায় $20 বিলিয়ন।

৫. বিমা সংস্থাগুলি কারা?
মূল বিমাকারী সংস্থা টাটা AIG, নিউ ইন্ডিয়া অ্যাশিওরেন্স এবং আন্তর্জাতিক রিইনসুরার AIG London, Allianz, AXA ও GIC Re।

About Author