Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ডিপ নেক চোলিতে উন্মুক্ত ক্লিভেজ, oops moments এর শিকার অভিনেত্রী Tara Sutaria

তারা সুতারিয়া (Tara Sutaria) বর্তমানে সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছেন। তাঁর স্টাইল স্টেটমেন্টও নজরকাড়া। দীর্ঘদিন ধরে আদর জৈন (Adar Jain)-এর সাথে সম্পর্কে ছিলেন তারা। একসাথে তাঁদের বিভিন্ন ইভেন্টেও দেখা যেত।…

Avatar

তারা সুতারিয়া (Tara Sutaria) বর্তমানে সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছেন। তাঁর স্টাইল স্টেটমেন্টও নজরকাড়া। দীর্ঘদিন ধরে আদর জৈন (Adar Jain)-এর সাথে সম্পর্কে ছিলেন তারা। একসাথে তাঁদের বিভিন্ন ইভেন্টেও দেখা যেত। তবে গত বছর নভেম্বর মাসে তারা জানান, তাঁর সাথে আদরের ব্রেক-আপ হয়ে গিয়েছে। বর্তমানে তারা সিঙ্গল। তিনি ফোকাস করেছেন নিজের কেরিয়ারে। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2’-এ অনন্যা পান্ডে (Ananya Pandey) ও টাইগার শ্রফ (Tiger Shroff)- এর সাথে স্ক্রিন শেয়ার করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তারা। গত বছরের শেষে ডিজনি প্লাস হটস্টার ওটিটিতে স্ট্রিম হয়েছে তারার নতুন ফিল্ম ‘অপূর্বা’।

এই ফিল্মটি সমালোচকদের কাছে যথেষ্ট প্রশংসিত হয়েছে। তারার অভিনয়ও তাঁদের যথেষ্ট ভালো লেগেছে। সম্প্রতি গুজরাতে একটি ফ্যাশন স্টোরের উদ্বোধনে পৌঁছে গিয়েছিলেন তারা। সেখানে তাঁর পরনের লেহেঙ্গা-চোলি সকলের নজর কেড়েছে। এটি একটি সিকুইনড লেহেঙ্গা-চোলি। চোলি জুড়ে রয়েছে সাদা ও সোনালি রঙের সিকুইনের কারুকার্য। চোলির নেকলাইন যথেষ্ট ডিপ। ফলে উন্মুক্ত রয়েছে তারার ক্লিভেজ। চোলিটি স্লিভলেস। চোলির স্লিভে রয়েছে ফারের ডিটেলিং। লেহেঙ্গাটি পেনসিল স্কার্টের মতো। লেহেঙ্গা জুড়েও রয়েছে একই রঙের সিকুইনের কারুকার্য। লেহেঙ্গার নিচের অংশ ফ্লেয়ারড। এই অংশে রয়েছে ফারের ডিটেলিং।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গর্জাস লেহেঙ্গা-চোলির সাথে তারার মেকআপ ছিল যথেষ্ট হালকা। ন্যুড শেডের আইশ‍্যাডো ও কালো আইলাইনারের সরু টান তাঁর দুই চোখকে আকর্ষক করে তুলেছিল। ঠোঁট রাঙানো ছিল ন্যুড শেডের লিপস্টিকে। চিকবোনে ছিল হালকা হাইলাইটারের ব্যবহার। চুলে বাঁধা ছিল বান। তারার গলায় ছিল সাদা রঙের স্টোন স্টাডেড নেকপিস। ডান হাতে ছিল অনুরূপ ব্রেসলেট। আগামী দিনে হরর-কমেডি প্রোজেক্টে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তারা। তিনি কাজ করতে চান ওয়েব সিরিজেও।

About Author