তবে অনেকেই অভিনেত্রী তারা সুতারিয়াকে সমর্থন করেছেন। তাদের মতে এমন একদল পথশিশু থাকেন যারা পাপারাজিৎদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান আর সেলিব্রিটিদের পিছন পিছন যান। অনেকের মতে, যে মেয়েটিকে এই ভিডিওতে দেখা গিয়েছে দিদি দিদি বলে গাড়ি পর্যন্ত যেতে, তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন তারকাদের সাথে একই কান্ড ঘটাতে দেখা গিয়েছে আগেও। তবে ভাইরাল হওয়া ভিডিওটি দেখে অনেকের মনে হয়েছে অভিনেত্রী পথশিশুদের উপেক্ষা করে গাড়িতে উঠে গিয়েছেন। তাই নেটিজেনদের একাংশের মধ্যে কটাক্ষ হয়েছেন তিনি। তবে এই সমস্ত বিষয়কে অভিনেত্রী বিশেষ পাত্তা দেননি। কারণ এমন ঘটনা তাদের সাথে প্রায়ই ঘটতে থাকে।
প্রেমিকের সাথে দামী রেস্টুরেন্টে খেলেন তারা সুতারিয়া, পথশিশুদের উপেক্ষা করে কটাক্ষ হলেন অভিনেত্রী
আর কয়েকটা দিন পার করলেই ভালোবাসার মাস এসে যাবে। আর ভালোবাসার মাস আসার আগেই বসন্ত এসেছে বলিউড অভিনেত্রী তারা সুতারিয়ার জীবনে। বেশ কয়েকমাস ধরে আদর জৈনের সাথে বিভিন্ন জায়গায় দেখা…

আরও পড়ুন