বর্তমানে সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে প্রায়ই একাধিক ভোজপুরি ঝলক ভাইরাল হতে দেখা যায়। সম্প্রতি তেমনই আরো একটি ঝলক ভাইরাল হয়েছে। সেই ঝলকের সূত্র ধরে এই মুহূর্তে ভোজপুরি দর্শকদের একাংশের মাঝে পুনরায় চর্চিত হচ্ছেন তনুশ্রী চ্যাটার্জী ও রাকেশ মিশ্র। এই মুহূর্তে তাদের সেই ঝলক একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের সূত্র ধরেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সেই ঝলকের ভিউজ এই মুহূর্তে কোটিতে কথা বলছে।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকের শুরুতেই অভিনেত্রীকে বেডরুমে লাল শাড়িতে বোল্ড লুকে প্রবেশ করতে দেখা গিয়েছিল। আর সেই ঝলক দেখে খুব স্বাভাবিকভাবেই বেকাবু ভোজপুরি অভিনেতা রাকেশ মিশ্র। এরপর ভোজপুরি হিট গানের তালেই গোটা বাড়ি জুড়ে রোমান্স করেছিলেন এই অন্তস্ক্রিন জুটি। আর এই ঝলক খুব স্বাভাবিকভাবেই পুনরায় নজর কেড়েছে ভোজপুরি দর্শকদের একাংশের। এই ঝলকটি ‘বিগ স্টার ভোজপুরি’ নামের একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলের সূত্র ধরেই ভাইরাল হয়েছে নেটজনতার একাংশের মাঝে। রইল সেই ঝলক।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি উল্লেখ্য ইউটিউব চ্যানেল থেকে ছয়বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছিল এই সোশ্যাল মিডিয়ার পাতায়। জনপ্রিয় ভোজপুরি ছবি ‘দিল হ্যায় কে মানতা নেহি’র গানই এই মুহূর্তে ভাইরাল। এদিন ‘বরফ কে পানি’র তালেই দেখা গিয়েছিল তাকে। এই গানটির কথা দিয়েছিলেন পেয়ারে লাল যাদব। সুর দিয়েছিলেন ওম ঝাঁ। ছবিতে গানটি গাইতে শোনা গিয়েছিল স্বয়ং ছবির অভিনেতা-গায়ক রাকেশ মিশ্র ও কল্পনাকে। এই ছবিতে বিরাজ ভাট, অঞ্জনা সিং, সঞ্জয় পান্ডে, আয়াজ খান, ব্রিজেশ ত্রিপাঠির মতো একাধিক জনপ্রিয় তারকাদের দেখা মিলেছে।