Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিগ বসের ঘরে ক্যামেরার সামনে এই ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ হলেন কাজলের বোন Tanisha Mukherjee, ভিডিও ভাইরাল

তানিশা মুখার্জ্জী কাজলের বোন ও অজয় দেবগনের শালিকা। তিনিও বিনোদন জগৎ-এর একজন পরিচিত অভিনেত্রী। নব্বই দশকের বলিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন কাজল। অজয় দেবগন ছিলেন সেইসময়ের প্রথম সারির অভিনেতাদের…

তানিশা মুখার্জ্জী কাজলের বোন ও অজয় দেবগনের শালিকা। তিনিও বিনোদন জগৎ-এর একজন পরিচিত অভিনেত্রী। নব্বই দশকের বলিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন কাজল। অজয় দেবগন ছিলেন সেইসময়ের প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম। একটা সময়ে তাদের প্রেম নিয়ে কম চর্চা হয়নি। তবে অজয় দেবগন কিংবা কাজলকে নিয়ে নয়, এবার কথা হবে কাজলের বোন তানিশাকে নিয়ে। তানিশা মুখার্জ্জীও রূপে-গুণে টেক্কা দিতে পারেন নিজের দিদি কাজলকেও। অবশ্য সেকথা তাকে দেখলেই স্পষ্ট হবে।

খুব সম্প্রতি মানীশ মালহোত্রার আয়োজিত একটি ফ্যাশন শোতে একই সাথে হাজির থাকতে দেখা গিয়েছিল এই দুই বোনকে। এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে পাপারাজিৎদের ক্যামেরার সামনেও হাজির হয়েছিলেন একসাথে। তাদের একসাথে দেখে সুযোগ হাতছাড়া করেননি কেউই‌। আর সেই সূত্রেই এই মুহূর্তে তাদের একাধিক ঝলক ভাইরাল গোটা সোশ্যাল মিডিয়ার পাতায়। রইল সেই ঝলক।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিন তানিশাকে হলুদ রঙের একটি সাহসী পোশাকেই এই ফ্যাশন শোতে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। মানানসই হেয়ার স্টাইলে মূল্যবান নেকলেসও পরেছিলেন অভিনেত্রী। পায়ে ছিল হলুদ রঙের মানানসই হাইহিলও। পাশাপাশি এদিন খোলা চুলে হালকা ও ডিপ গোলাপীর কম্বিনেশনে একটি ডিজাইনার শাড়িও পরেছিলেন কাজল। বলাই বাহুল্য, এই অনুষ্ঠানে এই দুই বোনই সকলের মাঝে থেকেও নজর কেড়েছিলেন একাংশের। এদিনের ঝলক দেখে একাংশের মত, তানিশা এই অনুষ্ঠানে কাজলকেও টেক্কা দিয়েছেন নিজের সৌন্দর্যের দিক দিয়ে।

অভিনেত্রী ‘বিগ বস ৭’এ অংশগ্রহণ করেছিলেন। আরমান কোহলির সাথেও নাম জড়িয়েছিল তার। আর এই সূত্রেই মিডিয়ার পাতায় কম চর্চিত হননি সেইসময়ে। বিগবসের ঘরে নিজের এই সম্পর্ক নিয়েও সালমান খানের সাথে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। অবশ্য পরবর্তীকালে বিগবসের শেষে তাদের সেই সম্পর্কের পরিণতি হয়েছিল বিচ্ছেদ। পরে এক সাক্ষাৎকারে সেই সম্পর্ক প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছিলেন, আগে তিনি বোকা ছিলেন তবে বর্তমানে তিনি বুদ্ধিমান হয়ে গিয়েছেন।

About Author