Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রতি পরিবারে মহিলাদের ১০০০ টাকা করে দেবে সরকার, মুখ্যমন্ত্রীর ঘোষণা শুনে আনন্দে লাফিয়ে উঠলেন মহিলারা

তামিলনাড়ু সরকার ইতিমধ্যেই তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করার জন্য কাজ শুরু করে দিয়েছে। নির্বাচনী প্রচারণার সময় এবারে পরিবারের নারী প্রধানকে বাড়তি আর্থিক সহায়তার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। সম্প্রতি…

Avatar

তামিলনাড়ু সরকার ইতিমধ্যেই তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করার জন্য কাজ শুরু করে দিয়েছে। নির্বাচনী প্রচারণার সময় এবারে পরিবারের নারী প্রধানকে বাড়তি আর্থিক সহায়তার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। সম্প্রতি এই যোজনা নিয়ে একটি বিশাল বড় ঘোষণা করেছেন তিনি। যোজনা বাস্তবায়নের জন্য যোগ্য মহিলাদের মাপকাঠি কিভাবে তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়ে গিয়েছে। জানা যাচ্ছে পরিবারের প্রত্যেক মহিলা প্রধান কে প্রতি মাসে ১ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে তামিলনাড়ু সরকার।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন বলেছেন তামিলনাড়ুতে মহিলাদের জন্য একটি বড় প্রকল্প বাস্তবায়ন করা হবে যার জন্য ইতিমধ্যেই দেড় কোটি আবেদন গৃহীত হয়ে গিয়েছে। এই প্রকল্পের অধীনে প্রায় এক কোটি যোগ্য আবেদনকারীদের সরকার থেকে আর্থিক সাহায্য দেওয়া হতে চলেছে। অনলাইন পর্যালোচনা সভায় এই প্রকল্পের নাম নিয়ে আলোচনা হয়েছিল। যদিও এখনো পর্যন্ত এই প্রকল্পের নাম ঠিক হয়নি। মুখ্যমন্ত্রী স্ট্যালিন বলেছেন এটি আমাদের কালাইগোনার জন্মশতবর্ষ। সেই কারণে তার নামেই এই প্রকল্পের নামকরণ করা হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই প্রকল্পটি ১৫ সেপ্টেম্বর চালু হবে এবং এই প্রকল্পে ২১ বছর বয়সের বেশি মহিলারা আবেদন করতে পারবেন। বার্ষিক পারিবারিক আয় হতে হবে আড়াই লক্ষ টাকার কম। পরিবারের ৫ একর এর বেশি ভেজা জমি বা ১০ একর শুকনো জমি থাকা উচিত নয়। তার পাশাপাশি বিদ্যুতের বার্ষিক খরচ ৩৬০০ ইউনিটের বেশি হওয়া যাবে না। তাহলে এই সেই বাড়ির মহিলাদের ১০০০ টাকা করে দেবে এমকে স্ট্যালিন সরকার।

About Author