উল্লেখ্য, সবকিছুর পাশাপাশি ‘কাভালা’ গানের সূত্র ধরেও সাধারণের নজর কেড়েছেন তিনি। দক্ষিণী ছবি ‘জেলার’এর গান এটি। এই ছবির সূত্র ধরেই আবারো পর্দায় ফিরেছেন রজনীকান্ত। অভিনেত্রীর ভাইরাল হওয়া ভিডিওতেও দেখা মিলেছে অভিনেতার।আগে অভিনেত্রী ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে সেভাবে অভিনয় করতেন না। তবে বর্তমান সময়ে নিজের সেই প্রতিজ্ঞা ভেঙে দিয়েছেন তামান্না। ‘লাস্ট স্টোরিজ ২’,’জি কারদা’ মতো একাধিক ছবিতে চুম্বনের দৃশ্যে দেখা মিলেছে অভিনেত্রীর। এই মুহূর্তে অভিনেত্রী নিজের যে ঝলকের সূত্র ধরে ভাইরাল হচ্ছেন, সেখানে ভেঙ্কটেশের সাথে তার অনস্ক্রিন কেমিস্ট্রি নিঃসন্দেহে নজর কেড়েছে।View this post on Instagram
নাচতে নাচতে তামান্না ভাটিয়াকে অনুপযুক্তভাবে স্পর্শ করেছিলেন এই দক্ষিনী অভিনেতা, লাল টাইট পোশাকে এমন ফিগার দেখালেন
তামান্না ভাটিয়া দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ। শুধুমাত্র দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয় তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যেও একজন। নিজের অভিনয় দক্ষতার গুনেই যে অভিনেত্রী খুব তাড়াতাড়ি নিজের পায়ের…

আরও পড়ুন